Darren Lehmann on Jasprit Bumrah: তাঁর দেখা সেরা বোলার জসপ্রীত বুমরা। এমনটাই দাবি করলেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান। তিনি বুমরাকে ক্রিকেট কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ও ওয়াসিম আক্রমের সঙ্গে তুলনা করেছেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে বুমরার অসাধারণ পারফরম্যান্স দেখে খুশি লেম্যান। তিনি চান, বুমরাকেই ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক করা হোক।
অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ লেম্যান জানিয়েছেন, তিনি বুমরার মত অন্য কোনও খেলোয়াড়কে একটা সিরিজে এত গভীর প্রভাব ফেলতে দেখেননি। ৫৪ বছর বয়সি লেম্যান তাঁর এক দশকেরও বেশি দীর্ঘ খেলোয়াড় জীবনে ২৭টি টেস্ট এবং ১১৭টি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফিতে বুমরা অসাধারণ বোলিং করেছেন। সেনিয়ে বলতে গিয়ে লেম্যান সংবাদ সংস্থাকে বলেন, 'আমি মনে করি যে রোহিত অবসর নিলে বুমরাই পরবর্তী অধিনায়ক হওয়ার যোগ্য। পার্থে ও দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে। ওয়াসিম আক্রম, গ্লেন ম্যাকগ্রার মত অনেক ভালো বোলার আমি দেখেছি। কিন্তু, এমন বোলার আমি কখনও দেখিনি। ২০১৩-১৪ অ্যাসেজে সিরিজে মিচেল জনসন যেমন প্রভাব ফেলেছিলেন, বুমরাও চলতি সিরিজে যেন তেমনই দুর্দান্ত খেলেছেন। বুমরা এই সিরিজে ইতিমধ্যেই ৩০টি উইকেট নিয়েছে। ও অধিনায়কের দায়িত্ব পেলে আরও ভালো খেলবে।'
বুমরার নেতৃত্বে ভারত সিরিজের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত খেলেছে। ওই ম্যাচে বুমরা প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে, তিনি আরও তিন জন ব্যাটারকে আউট করেন, ভারতকে নেতৃত্ব দেন। ভারত ম্যাচে ২৯৫ রানে জয়ী হয়। এডিলেড ওভালেও বুমরা তাঁর আধিপত্য বজায় রেখেছিলেন। পিংক বলের ওই টেস্টে তিনি ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। ভারতীয় পেস স্পিয়ারহেড দ্য গাব্বা এবং মেলবোর্ন ক্রিকেট মাঠে তৃতীয় এবং চতুর্থ টেস্টের প্রতিটিতে ৯টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- নিজের জন্য জলাঞ্জলি দিয়েছেন দলের স্বার্থ, বড় অভিযোগে বিদ্ধ ক্যাপ্টেন রোহিত
গাব্বায় বুমরা প্রথম ইনিংসে ৭৬ রানে ৬ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ১৮ রানে নেন ৩ উইকেট। এমসিজিতে তিনি ৯৯ রানে নেন ৪ উইকেট। এমসিজিতে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে নেন ৫ উইকেট। এমসিজিতে বক্সিং ডে টেস্ট চলাকালীন, বুমরা ঐতিহাসিক মাইলফলক অর্জন করেন। 'সেনা'ভুক্ত (SENA) দেশগুলোয় (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার আদ্যক্ষর নিয়ে তৈরি শব্দ) ভারতের সবচেয়ে সফল টেস্ট বোলারের স্বীকৃতি অর্জন করেন। বিশ্বের প্রথম বোলার হিসেবে ২০-র কম গড় রেখে ২০০টি টেস্ট উইকেট নেওয়ার বিরল কৃতিত্বও অর্জন করেন বুমরা।