রবিবার মুশফিকুর রহিমের ব্য়াটে ভর করেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সাত উইকেটের দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। দিল্লি জিতেই তিন ম্য়াচের টি-২০ সিরিজে বাংলাদেশ ১-০ এগিয়ে গিয়েছে।
পদ্মাপারের দেশকে এই ম্য়াচ জেতার জন্য় ভারত ১৪৯ রানের টার্গেট দিয়েছিল। বাংলাদেশের উইকেটকিপার-ব্য়াটসম্য়ান মুশফিকুর চারে ব্য়াট করতে নেমে ৪৩ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে ম্য়াচ বার করে নিয়ে যান। ম্যাচের সেরাও হন তিনি। অথচ এই মুশফিকুর চারবার জীবন পেয়েছেন ম্য়াচে। সৌজন্য়ে ভারতের রিভিউ ব্য়র্থতা। কথায় বলে রাখে হরি মারে কে! মুশফিকুরের সঙ্গেও ঠিক সেটাই হয়েছে প্রথম টি-২০ ম্য়াচে।
মুশফিকুরকে দু'বার আম্পায়ার নটআউট দেন। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নেওয়ার প্রয়োজন মনে করেননি। এমনকী উইকেটকিপার ঋষভ পন্থও কিছু বলেননি তাঁকে। এরপর যখন বাংলাদেশের জয়ের জন্য় ১৬ বলে ৩৩ রান প্রয়োজন ছিল। তখন ক্রুনাল পাণ্ডিয়া ডিপে মুশফিকুরের একটা সিটার হাতছাড়া করে বসেন।
আরও পড়ুন- India Vs Bangladesh: মাইলস্টোন ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ
এক ওভারে বারবার ডিআরএস নিতে ব্য়র্থ ভারত
যুজবেন্দ্র চাহালকে ১০ নম্বর ওভারে বল করতে পাঠিয়েছিলেন রোহিত। চাহালের বল রহিমের প্য়াডে লাগার সঙ্গে সঙ্গেই রোহিত-চাহাল এবং পন্থ নিজেদের মধ্য়ে আলোচনা করে রিভিউ না-নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁরা মনে করেছিলেন বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। কিন্তু রিপ্লে দেখিয়ে দেয় যে এবারও আউট ছিলেন রহিম। যদিও এই ওভারেই ভারত একটা রিভিউয়ের আবেদন জানিয়েছিল, কিন্তু সেটি ভুল বলেই পরিণত হয়।
Read full story in English