Mustafizur Rahman's cryptic post: বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান IPL 2025-এর নিলামে অবিক্রিত ছিলেন। তবে এখন তিনি আবার আইপিএলে ফিরেছেন। দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ার আগ্রাসী ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজুরকে ৭ কোটি টাকায় দলে নিয়েছে। তবে এর কয়েক ঘণ্টা পরই আইপিএলে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মুস্তাফিজুর রহমান সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক পোস্ট করেছেন, যার ফলে আইপিএলে তার খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইউএই যাচ্ছি ওদের বিপক্ষে খেলতে। দোয়ায় রাখবেন।’
বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে দুই ম্যাচের T20 সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ ১৭ মে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ ১৯ মে অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে।
এদিকে খবর পাওয়া গেছে, মুস্তাফিজুর রহমান এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) থেকে আইপিএলে খেলার জন্য এনওসি বা ছাড়পত্র পাননি। বিসিবির দাবি, তারা এখনও IPL কর্তৃপক্ষের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বার্তা পাননি।
আরও পড়ুন ভারত-পাকিস্তান সীমান্তে প্রবল গোলাগুলি, এদিকে কপাল খুলল বাংলাদেশের
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী ESPNcricinfo-কে জানিয়েছেন, ‘মুস্তাফিজুরের নির্ধারিত সূচি অনুযায়ী দলের সঙ্গে ইউএই যাওয়ার কথা। আমাদের কাছে আইপিএল থেকে কোনও বার্তা আসেনি। এমনকি মুস্তাফিজুরের তরফ থেকেও কোনও অফিসিয়াল যোগাযোগ পাইনি।’
উল্লেখযোগ্য বিষয় হল, দিল্লি ক্যাপিটালস ১৮ মে, অর্থাৎ বাংলাদেশ-ইউএই টি২০ সিরিজের মাঝখানে মাঠে নামবে। এরপর তারা ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলবে, যা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম টি২০ ম্যাচের এক দিন আগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন IPL-এর নয়া নিয়মে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা! কপাল চাপড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি