/indian-express-bangla/media/media_files/2025/02/04/qihj8kTXQcennCUIVPB2.jpg)
Nagpur Police-Raghavendra Dwivedi: নাগপুর পুলিশ ও রাঘবেন্দ্র দ্বিবেদী। (ছবি- স্ক্রিনগ্যাব)
Nagpur police stop India's most experienced member: ভারতের সবচেয়ে অভিজ্ঞ সদস্যকে টিম হোটেলে প্রবেশ করতে বাধা দিল নাগপুর পুলিশ। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে নাগপুরের রেডিসন ব্লু হোটেলের সামনে থাকা দুই পুলিশকর্মী ভারতের থ্রোডাউন স্পেশালিস্ট রঘুকে চিনতে পারেননি। টিম ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ সাপোর্ট স্টাফ সদস্য এই রাঘবেন্দ্র দ্বিবেদী, ওরফে রঘু। তাঁকে ২০১১ সালে শচীন তেন্ডুলকর বেছে নিয়েছিলেন। ধীরে ধীরে দলের সবচেয়ে জনপ্রিয় সদস্যদের একজন হয়ে উঠেছেন তিনি। সোমবার সেই তাঁকেই নাগপুরের টিম হোটেলে প্রবেশ করতে বাধা দেন পুলিশকর্মীরা।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, টিম ইন্ডিয়ার হোটেলের সামনে থাকা দুই পুলিশকর্মী 'রঘু' নামে পরিচিত রাঘবেন্দ্রকে চিনতে পারেননি। তাঁরা রঘুকে হোটেলে প্রবেশে বাধা দিচ্ছিলেন। কিছুতেই ঢুকতে দিচ্ছিলেন না। সেই সময় উপস্থিত সাংবাদিকরা চিৎকার করে বলতে শুরু করেন, 'আরে, উনি কোচ। দলের সঙ্গেই আছেন। বাস থেকে নেমেছিলেন।' সর্বদা হাসিমুখে থাকা রঘু গোটা পরিস্থিতি বেশ ভালোভাবেই সামলেছেন। সাংবাদিকরা চিৎকার করে ওঠার পর পুলিশ রঘুকে কিছু জিজ্ঞাসাবাদ করে। এরপর তাঁকে হোটেলের ভিতরে যেতে দেওয়া হয়।
GOAT Raghu of Indian cricket team was denied entry by Nagpur police 😂
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) February 4, 2025
Nagpur police guarding Rohit Sharma's boys too strictly 😎 pic.twitter.com/iko9TTD0hP
ভারতীয় ক্রিকেট দলের সাফল্যে রঘুর ভূমিকা অপরিসীম। থ্রোডাউন বিশেষজ্ঞ হিসেবে, পর্দার আড়ালে থেকে তিনি দলের ব্যাটিং শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ভারতীয় দলের এই সাপোর্ট স্টাফ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটারদের ফাস্ট বল, স্পিন, বাউন্স খেলার জন্য তৈরি হতে সাহায্য করেন। রঘু চেয়েছিলেন ভালো ক্রিকেটার হতে। কিন্তু, ফ্র্যাকচার কর্ণাটকের এই ক্রিকেটারের স্বপ্ন তছনছ করে দেয়। কিন্তু, ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা রঘুকে ভারতীয় দলের সঙ্গে জুড়ে দিয়েছে। থ্রোডাউনে ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করার ক্ষমতা তাঁকে কর্ণাটক রাজ্য দলে সুযোগ দিয়েছিল। সেখান থেকেই সুযোগ পান জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে। শেষে শচীন তেন্ডুলকরের পরামর্শে রঘুকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়।
আরও পড়ুন- প্যালেস্টাইনের জন্য গলা তুলে বিতাড়িত সাংবাদিক, পাশে খোয়াজা! অস্ট্রেলিয়ান ক্রিকেটে চরম বিতর্ক
ডেলিভারিতে পরিবর্তন আনার ক্ষমতা রঘুকে অন্যান্য থ্রোডাউন বিশেষজ্ঞদের থেকে আলাদা পরিচিতি দিয়েছে। শর্ট বলই হোক বা ইয়র্কার, এই বিশেষজ্ঞ প্রতিটি ব্যাটসম্যানের নির্দিষ্ট চাহিদা অনুসারে থ্রোডাউন তৈরি করতে পারেন। শট নির্বাচন এবং মানসিক প্রস্তুতিতে তিনি ভারতীয় ক্রিকেটারদের সাহায্য করেন। ভারতের তারকা ক্রিকেটার এমএস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল থেকে শুরু করে সেরা ক্রিকেটারদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রঘু।