Advertisment

Usman Khawaja: প্যালেস্টাইনের জন্য গলা তুলে বিতাড়িত সাংবাদিক, পাশে খোয়াজা! অস্ট্রেলিয়ান ক্রিকেটে চরম বিতর্ক

Usman Khawaja's firm stand for sacked journalist: উসমান খাজা সবসময় প্যালেস্তাইনের হয়েই কথা বলেছেন। এবার তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লালোরের বরখাস্তের ঘটনায় শোকও প্রকাশ করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Usman Khawaja: উসমান খোয়াজা

Usman Khawaja: উসমান খোয়াজা। ছবি- ইনস্টাগ্রাম)

Usman Khawaja's firm stand for sacked journalist: প্যালেস্তাইনের প্রতি সমর্থন জানিয়ে বরখাস্ত হওয়া সাংবাদিকের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খোয়াজা। তিনি ফের দৃঢ়ভাবে গাজাবাসীর প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সাংবাদিক পিটার লালরকে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফর কভার করার সময় সেন (SEN) রেডিও বরখাস্ত করেছে। লালর জানান, তাঁকে বরখাস্ত করার কারণ হিসেবে জানানো হয়েছে, তাঁর 'রিটুইট একপক্ষের প্রতি সংবেদনশীল'। 

Advertisment

লালর জানিয়েছেন, শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের তৃতীয় দিনে ধারাভাষ্য দেওয়ার সময় তিনি চ্যানেল থেকে কয়েকটি ফোন পান। পরের দিন সকালে তাঁকে জানানো হয়, বরখাস্ত করা হয়েছে। লালরের অভিযোগ, 'একবার ফোনে আমাকে বলা হয়েছে যে গুরুতর অভিযোগ আছে। আরেকবার বলা হয়, না ব্যাপারটা তেমন কিছু না। হয়তো বা আমিই ভুল বুঝেছি! কিন্তু, আমাকে বলা হয়েছিল যে আমার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষী অভিযোগ আছে। আমি সেই দাবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছি। আমাকে বলা হয়েছিল যে আমার রিটুইট ভারসাম্যপূর্ণ নয়। উভয়পক্ষের প্রতি সংবেদনশীল না। এনিয়ে অনেক লোক অভিযোগ করেছে।' এই পরিস্থিতিতেই খোয়াজা, লালরের পাশে দাঁড়িয়েছেন। 

লালর আরও বলেন, 'স্টেশন বস ক্রেইগ হাচিসন আমাকে প্রশ্ন করেন, আমার কি একটুও মনে হয় না যে, গাজার ঘটনাগুলোর রিটুইট করা মেলবোর্নের ইহুদিদের নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে? আমি বলেছিলাম যে আমি চাই না যে কেউ অনিরাপদ বোধ করুক। অবশ্যই, আমি বিভিন্ন বিষয়ে চিন্তা করি। আমার কিছু বন্ধু ভীত। কথোপকথনের সময় তাঁদের ভীত গলা শুনতে পেয়েছি। গাজায় এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।'

আরও পড়ুন- অভিষেক-সূর্যকুমার 'আউট', যশস্বী-কোহলি-রোহিত 'ইন'! ওয়ানডে স্কোয়াডে ভারতের দলে ১০ বদল

Advertisment

খোয়াজা এই পরিস্থিতিতে লালরের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, গাজার জনগণের পক্ষে দাঁড়ানোর সঙ্গে অস্ট্রেলিয়ার ইহুদি জনগণের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি খোয়াজা  বরখাস্ত হওয়া সাংবাদিককে একজন ভালো মনের মানুষ বলেও দাবি করেছেন। এই প্রসঙ্গে খোয়াজা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'গাজার জনগণের পক্ষে দাঁড়ানো ইহুদি-বিরোধিতা নয়। এর সঙ্গে অস্ট্রেলিয়ায় আমার ইহুদি ভাই-বোনদের কোনও সম্পর্কও নেই। বরং ইজরায়েল সরকার এবং তাদের নিন্দনীয় কর্মকাণ্ডের সঙ্গে বিষয়টি জড়িত। এর সঙ্গে ন্যায়বিচার এবং মানবাধিকারের বিষয়ও জড়িত। দুর্ভাগ্যবশত ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সর্বদা থাকবে। পিট একজন ভালো মনের মানুষ। তাঁর ভালো হোক।'

instagram Gaza Strip Gaza Attack Instagram Post Instagram Story Australia Cricket Team Israel Palestine Conflict Usman Khawaja
Advertisment