/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Team-Pakistan_.jpg)
পাকিস্তান ক্রিকেট দল (টুইটার)
ফের ক্রিকেটে গড়াপেটার ছায়া। ফের অভিযুক্ত পাকিস্তানি ক্রিকেটার। প্রাক্তন পাক ক্রিকেটার নাসির জামশেদ স্পট ফিক্সিংয়ে সতীর্থ ক্রিকেটারকে ঘুষ দেওয়ার অপরাধে ১৭ মাস জেলে কাটাতে হবে। ৩৩ বছরের তারকা ক্রিকেটার পাক বংশোদ্ভূত ব্রিটিশ ইউসুফ আনোয়ার ও মহম্মদ ইজাজের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে নিজের কীর্তির কথা স্বীকার করেননি তিনি।
দু-বছর আগে পাকিস্তান সুপার লিগ চলাকালীন দুবাইয়ে পেশওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে সতীর্থদের পারফরম্য়ান্স ড্রপ করার কথা বলেছিলেন। তবে গত বছর ডিসেম্বরে জামশেদ ম্যাঞ্চেস্টারের কোর্টে নিজের দোষের কথা স্বীকার করেন।
A salutary warning to all athletes and off-field corruptors as a criminal investigation into #matchfixing activitiy under English law is successful. The words of the player's wife are particularly striking... https://t.co/cdR1DgnSdn via @ESPNcricinfo#cricket#integrity
— Kevin Carpenter (@KevSportsLaw) February 8, 2020
আরও পড়ুন সিএসকেই এবারের চ্যাম্পিয়ন, যে পাঁচ কারণে এবার আইপিএল জিতবে চেন্নাই…
ন্যাশানাল ক্রাইম এজেন্সির তদন্তের মুখে জানিয়ে দেন খারাপ পারফরম্যান্সের বিনিময়ে সতীর্থদের অর্থের প্রলোভন দেখিয়েছিলেন তিনি। ২০১৮-র আগস্টেই জামশেদকে ১০ বছরের জন্য নির্বাসনে পাঠানো হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে।
আরও পড়ুন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌরভের একরত্তি সানা এখন আঠারো
এবার সেই শাস্তির তালিকায় সতেরো মাসের হাজতবাসের শাস্তিও জুটল। তাঁর কুকর্মের দুই সতীর্থ আনোয়ার ও ইজাজের ক্ষেত্রে যতাক্রমে ৪০ ও ৩০ মাসের জেলবাস নির্দেশ মিলেছিল। ম্যাঞ্চেস্টারের ক্রাউন কোর্টের তরফে জামশেদকে ১৭ মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে
দেশের হয়ে নাসির জামশেদ ২টি টেস্ট, ৪৮টি ওডিআই ও ১৮টি টি-২০ ম্যাচ খেলেছে। ওডিআইয়ে ৮টি ও টি-২০টি ২টি হাফ সেঞ্চুরি রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla
Read the full article in ENGLISH