ISL: Mumbai City vs Mohun Bagan: হাড্ডাহাড্ডি লড়াই! মোহনবাগান বনাম মুম্বই সিটি ম্যাচ ২-২ গোলে ড্র

ISL: Mohun Bagan vs Mumbai City: আইএসএল ২০২৫-এ মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ ২-২ গোলে ড্র। রোমাঞ্চকর এই ম্যাচের বিশদ বিবরণ নীচে, পড়ুন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohun Bagan vs Mumbai City: মোহনবাগান বনাম মুম্বই সিটি ম্যাচের একটি দৃশ্য

Mohun Bagan vs Mumbai City: মোহনবাগান বনাম মুম্বই সিটি ম্যাচের একটি দৃশ্য। (ছবি- ফেসবুক/Facebook)

ISL: Mohun Bagan vs Mumbai City: আইএসএলে আজ ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ২-২ গোলে ড্র করল মুম্বই সিটি ফুটবল ক্লাব। মোহনবাগানের হয়ে গোল করেছেন জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেট্রোতস। আর, মুম্বই সিটির হয়ে গোল করেছেন জন তোরাল ও নাথান রডরিগেজ। ম্যাচে দীর্ঘসময় মুম্বই সিটিকে দশজনে খেলতে হয়েছে। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় লালকার্ড দেখে বাইরে চলে যান তাদের বিক্রম প্রতাপ সিং।

Advertisment

এদিনের ম্যাচে মোহনবাগানের চেয়েও বেশি আগ্রাসী ছিল মুম্বই। মোহনবাগান ইতিমধ্যে চলতি লিগ-শিল্ড জিতে গিয়েছে। স্বভাবতই তাদের খিদে কম ছিল। এখন তাদের কাছে শুধুই পয়েন্ট বাড়ানোর খেলা। অন্যদিকে মুম্বই সিটি রয়েছে তালিকার পঞ্চম স্থানে। তাদের হাতে এখনও দুটো ম্যাচ আছে। আজকের পর ২২ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট দাঁড়াল ৩৩। অন্যদিকে মোহনবাগান ড্র করেও এদিন তাদের ১ পয়েন্ট বাড়িয়ে নিল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট দাড়াল ৫৩।

ম্যাচে আক্রমণাত্মক বেশি হলেও এদিন প্রথম কাজের কাজটা করেছে মোহনবাগানই। সৌজন্যে জেমি ম্যাকলারেন। তিনি প্রথমার্ধে ৩২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল করেন। এরপর ব্যবধান বাড়ায় মোহনবাগান। হাফটাইমের একটু আগে, ম্যাচের ৪১ মিনিটের মাথায় গোল করেন দিমিত্রি পেট্রতোস। বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বই সিটি। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় গোল করে যান জন তোরাল। এরপর ম্যাচ শেষের ঠিক আগে ৮৯ মিনিটের মাথায় গোল শোধ করেন নাথান রডরিগেজ।

Advertisment

দুই দলই এদিন চারজন করে খেলোয়াড় বদলেছে। মুম্বই কোচ পি ক্র্যাককি ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন। ডিফেন্স থেকে এস পানওয়ার, মিডফিল্ড থেকে জে তোরাল ও বি ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড থেকে বিএস সিংকে বদলান। বদলে নামান জর্জ অর্টিজ মেন্দোজা, জয়েশ রানে, নাথান রডরিগেজ এবং আয়ুশ ছিকারাকে। এই বদল যে কাজে লেগেছে তার, প্রমাণ রডরিগেজের গোল আর মুম্বইয়ের সমতা ফেরানো। 

আরও পড়ুন- ম্যাচ চলাকালীনই কোচের সঙ্গে চরম অসভ্যতা ম্যানেস্টার ফুটবলারের, চারিদিকে ছিঃ ছিঃ!

মোহনবাগান কোচ  জেএফ মোলিনা বদলান শুভাশিস বোস, এস ভানওয়ালা, সূর্যবংশী ও ম্যাকলারেনকে। বদলে নামান অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট, আশিক কুরুনিয়ান ও আশিস রাইকে। মোহনবাগান কোচ এই ম্যাচে দল নামিয়েছিলেন ৪-২-৩-১ ছকে। ম্যাচে প্রচুর হলুদ কার্ড দেখেছে মোহনবাগান। দীপক টাংরি, শুভাশিস, আলদ্রেদ, অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাসরা হলুদ কার্ড দেখেছেন। মুম্বইয়ের হলুদ কার্ড দেখেছেন পরিবর্ত জয়েশ রানে, নিয়েফ। আর, বিক্রম প্রতাপ সিং-কে তো লালকার্ডই দেখানো হয়েছে। ফলে, বোঝাই যাচ্ছে এই ম্যাচে স্কিলের বদলে গা-জোয়ারি ফুটবলের চেষ্টা চালিয়েছেন উভয় দলের ফুটবলাররাই। ম্যাচে মোহনবাগান ১৫টি ফাউল করেছে। মুম্বই করেছে ১২টি।

Football mumbai AIFF Mohun Bagan Super Giants Indian Super League (ISL)