দিন দুয়েক আগে জাতীয় দলে স্বপ্নের অভিষেক হয়েছিল নবদীপ সাইনির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম ম্য়াচেই ছাপ রাখেন সাইনি। হরিয়ানার বছর ছাব্বিশের যুবক ১৭ রানের বিনিময় তিন উইকেট নিয়ে হয়ে যান ম্য়াচের সেরা। কিন্তু এই ম্য়াচেই আইসিসি-র কুনজরে পড়লেন সাইনি। ফ্লোরিডার লডারহিলে আইসিসি-র কোড অফ কনডাক্ট ভঙ্গ করেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। নিকোলাস পুরানের উইকেট নেওয়ার পর সেলিব্রেট করার সময় সাইনির মধ্য়ে আগ্রাসন প্রকাশ পেয়েছিল। আইসিসি-র কোড অফ কনডাক্টের ২.৫ ধারায় যা দণ্ডনীয়। সাইনিকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যদিও সাইনি নিজের ভুল স্বীকার করে নিয়েছেন ম্য়াচ রেফারি জেফ ক্রো-র কাছে। ফলে আর কোনও শুনানির প্রয়োজন হয়নি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাঁকে সতর্ক করে দিয়েছে।
আরও পড়ুন: ‘আপনারা তো সাইনির কেরিয়ারটাই শেষ করে দিচ্ছিলেন!’, বিষেন বেদী, চেতন চৌহানকে তোপ গম্ভীরের
বিশ্বকাপের ব্য়র্থতা কাটিয়ে ফের জয়ের রাস্তায় বিরাট কোহলির ভারত। মার্কিন মুলুকে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ পকেটে পুরেছে তারা। তিন ম্য়াচের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে রবি শাস্ত্রীর শিষ্য়রা। গত শনিবার প্রথম ম্য়াচে ৪ উইকেটে জয় ছিনিয়ে আনার পর রবিবারও ভারত বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে ডিএলএস নিয়মে ২২ রানে জয়ী হয়েছে। প্রথম টি-২০ ম্য়াচে সাইনি প্রত্যাশার পারদ চড়িয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্য়াচে তিনি কোনও ছাপ রাখতে পারেননি। তিন ওভার বল করে ২৭ রান খরচ করেছেন তিনি। কিন্তু কোনও উইকেট পাননি সাইনি। আগামী মঙ্গলবার সিরিজের শেষ ও তৃতীয় ম্য়াচ হবে গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সাইনির থেকে ভাল কিছুর আশায় সমর্থকরা।