/indian-express-bangla/media/media_files/2025/03/21/qnOPBocnpK0QetvCymyK.jpg)
NBA: এনবিএর মহারথীরা। (ছবি- এনবিএ)
NBA Champion Boston Celtics to Be Sold for a Record $6.1 Billion: এনবিএ ইতিহাসে সবচেয়ে দামি দল হতে চলেছে বোস্টন সেলটিক্স। প্রাইভেট ইকুইটি ব্যবসায়ী উইলিয়াম চিশলম বৃহস্পতিবার এই ঐতিহাসিক চুক্তিতে রাজি হয়েছেন। ফলে এনবিএ’র বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কমপক্ষে ৬.১ বিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে।
যদি এই চুক্তি এনবিএ’র বোর্ড অফ গভর্নরদের অনুমোদন পায়, তাহলে এটি ২০২৩ সালে ৬.০৫ বিলিয়ন ডলারে বিক্রি হওয়া এনএফএল-এর ওয়াশিংটন কমান্ডারস দলের রেকর্ডকেও ছাপিয়ে যাবে। ম্যাসাচুসেটসের বাসিন্দা এবং ডার্টমাউথ কলেজ ও পেনসিলভানিয়ার ওয়ারটন স্কুলের স্নাতক চিশলম বর্তমানে ক্যালিফোর্নিয়াভিত্তিক সিম্ফনি টেকনোলজি গ্রুপের ম্যানেজিং পার্টনার। চিশলম এক বিবৃতিতে বলেছেন, 'শৈশব থেকেই আমি বোস্টন সেলটিক্সের ভক্ত। বোস্টনের জন্য এই দলের গুরুত্ব আমি গভীরভাবে উপলব্ধি করি, এবং আমি এর দায়িত্ব নিতে রাজি।'
বর্তমান মালিক উইক গ্রাউসবেক। তিনি ২০০২ সালে মাত্র ৩৬০ মিলিয়ন ডলারে সেলটিক্স কিনেছিলেন। গ্রাউসবেক বলেছেন যে চিশলম তাঁকে আগামী তিন বছর সিইও ও গভর্নর হিসেবে থাকার অনুরোধ করেছেন। আর, এতে তিনি রাজি হয়েছেন।
HOW, LUKA?!? 🤯 pic.twitter.com/nRh7jysBGA
— NBA (@NBA) March 20, 2025
এই চুক্তিটি দুই ধাপে সম্পন্ন হবে—প্রথমে চিশলম ৫১% মালিকানা নেবেন। আর, ২০২৮ সালের মধ্যে অবশিষ্ট শেয়ার বিক্রি হবে। যা দলটির মূল্য ৭.৩ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে।
Darvin ham 2-0 against lakers #cantblamemepic.twitter.com/3ZA2EscpZf
— 🎩 (@HardenUTD) March 21, 2025
আরও পড়ুন- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মাথায় তোলপাড় ফেলা বদল, প্রথম কোনও মহিলা ও আফ্রিকান প্রেসিডেন্টের চেয়ারে
এই চুক্তি বোস্টন সেলটিক্সের জন্য একটি নতুন যুগের সূচনা করবে। এর নেতৃত্বে থাকা জেসন ট্যাটাম এবং জেলেন ব্রাউন এক ঐতিহ্যশালী উত্তরাধিকার বহন করছেন। যে উত্তরাধিকার বব কুজি, বিল রাসেল, ল্যারি বার্ড এবং পল পিয়ার্সের মতো কিংবদন্তিদের দ্বারা গড়ে উঠেছে।
ভারতে এনবিএর প্রতি বিরাট কোনও আগ্রহ না থাকলেও, আমেরিকায় এই খেলার জনপ্রিয়তা বিরাট। আর, সেখানকার খেলোয়াড়দের অনেকেই রীতিমতো কিংবদন্তি হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখেছেন। দীর্ঘদেহী খেলোয়াড়দের নানা কৌশলে বিপক্ষের খেলোয়াড়দের হাত থেকে বল বাঁচিয়ে তা প্রতিপক্ষের জালে ঢুকিয়ে দেওয়ার কৌশল দেখে রীতিমতো মুগ্ধ আট থেকে আশি, মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা।