Neeraj Chopra's life: কেন তিনি আচমকা, কেমন যেন চুপিসাড়ে বিয়ে করলেন? অলিম্পিকে পদকজয়ী নীরজ চোপড়ার বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এবার নীরজ নিজেই সেব্যাপারে মুখ খুললেন। জানুয়ারিতে প্রাক্তন টেনিস তারকা হিমানি মোরের সঙ্গে তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আচমকা পোস্ট করেন নীরজ। যা দেখে সবাই জানতে পারেন যে এই অলিম্পিয়ান বিয়ে করেছেন।
এই ব্যাপারে সংবাদমাধ্যমকে নীরজ বলেছেন, 'আমি ওঁকে চিনতাম। ওঁর বাড়িতে খেলাধূলার একটা পরিবেশ আছে। আমারও তাই। ওঁর মা-বাবা কাবাডি খেলোয়াড় ছিলেন। ভাইয়েরা ছিলেন বক্সার ও কুস্তিগির। ও নিজে আগে টেনিস খেলত। চোট পাওয়ার পর লেখাপড়ায় বেশি মন দিয়েছে। খেলাধূলার পরিবেশ থেকেই দু'জনের যোগাযোগ হয়েছিল। আমরা প্রথমে খেলা নিয়েই কথা বলতাম। ধীরে সেটাই প্রেম হয়ে যায়।'
১৬ জানুয়ারি হিমাচল প্রদেশে তাঁদের বিয়ের ছবি পোস্ট করে নীরজ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আমাদের একসঙ্গে এই মুহূর্তে নিয়ে আসা প্রতিটি আশীর্বাদের কাছে কৃতজ্ঞ। চিরকাল সুখে এবং ভালোবাসায় জুড়ে থাকব।' এই বিয়েতে কেবল পরিবারের সদস্যরাই আমন্ত্রিত ছিলেন। ঘনিষ্ঠ বন্ধুরা এটুকু শুধু জানতেন যে নীরজ বিয়ে করছেন। আপাতত কোনও অনুষ্ঠান হবে না। পরে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নীরজের কাকা ভীম চোপড়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন যে দুই পরিবার মিলিতভাবে এই বিয়ের আয়োজন করেছে। তিনি বলেছিলেন, 'বিয়ে ১৬ জানুয়ারি হিমাচল প্রদেশে হয়েছে। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরাই ছিলেন।' একইসঙ্গে ভীম চোপড়া জানিয়েছিলেন, এই বিয়েতে কেবল পরিবারের সদস্যদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। পরে বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মুখে বেকায়দায় শামিরা! আচমকা ফিরে গেলেন কোচ
এই বিয়ের পর নীরজ এবার একটি ৩ কোটি টাকা দিয়ে গাড়িও কিনলেন। লাল টুকটুকে ওই গাড়ির গড়ি ঘণ্টায় ৩০৫ কিলোমিটার। নীরজের গ্যারেজে ইতিমধ্যেই একাধিক গাড়ি আছে। তারপরও এই গাড়ি কেন? এই প্রসঙ্গে নীরজ বলেন, 'আমি বড্ড গাড়ি ভালোবাসি। কঠোর পরিশ্রম করেই সেগুলো কিনেছি। একটা স্বপ্ন সত্যি হয়েছে। আমি বাড়ি বানাতে চেয়েছিলাম। বিয়ে করতে চেয়েছিলাম। এবার গাড়িও কিনলাম। স্বপ্ন ক্রমশ বাস্তবে পরিণত হচ্ছে।'
এর আগে শোনা গিয়েছিল যে নীরজের সঙ্গে মানু ভাকরের সম্পর্ক রয়েছে। তাঁদের পরিবারের সঙ্গেও নাকি নীরজ বিয়ের ব্যাপারে কথা বলেছেন। তবে, সেনিয়ে মুখ খোলেননি অলিম্পিকজয়ী জ্যাভলিন থ্রোয়ার। নিজের বিয়ের মতই ব্যাপারটা অনেকের থেকেই গোপন রেখেছেন।