Advertisment

চিনের রান তাড়া করতে নেপালের লাগল ১১টি বল

দিন সাতেক আগে এশিয়া মহাদেশের কোয়ালিফায়ার ‘বি’-র ম্যাচে থাইল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল চিন। এবার নেপালের কাছেও সেই ১০ উইকেটে হারল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিনের রান তাড়া করতে নেপালের লাগল ১১টি বল (ছবি টুইটার)

মালয়েশিয়ার পর এবার কুয়ালালামপুর। আইসিসি ওয়ার্ন্ড টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফের মুখ পুড়ল চিনের। নেপালের বিরুদ্ধে ২৬ রানে অলআউট হয়ে গেল তারা। দিন সাতেক আগে এশিয়া মহাদেশের কোয়ালিফায়ার ‘বি’-র ম্যাচে থাইল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল চিন। এবার নেপালের কাছেও সেই ১০ উইকেটে হারল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।

Advertisment

আরও পড়ুন: বেনজির! পুরো ২০ ওভার ব্য়াট করেই ৩৫ রান তুলল ভারতের এই প্রতিবেশী দেশ

বৃহস্পতিবার কুয়ালালামপুরে টস হেরে ব্যাট করতে নেমেছিল চিন। ১৩ ওভার ব্যাট করে ২৬ রানে অল আউট হয়ে যায় তারা। দলের ওপেনার হং জিয়ান ইয়ান একমাত্র দু’অঙ্কের রান করেছেন। তিনিই সর্বোচ্চ স্কোরার চিনের। ২৭ বল খেলে ১১ রান করেছেন তিনি। মাত্র ২১ রানে ছ’উইকেট হারিয়ে ফেলেছিল চিন। নেপালের হয়ে তিনজন বোলার তিন উইকেট করে পেয়েছেন। ১.৫ ওভারে চিনের রান তুলে দেন নেপালের দুই ওপেনার। ১১ বলেই ম্যাচ জিতে নেয় নেপাল। পরের বছর ওয়ার্ল্ড টি-২০-তে কোয়ালিফাই করার এটাই শেষ সুযোগ ছিল চিনের কাছে। বলাই বাহুল্য তারা চূড়ান্ত ব্যর্থ হল।

ঘটনাচক্রে থাইল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করার নজির গড়েছিল চিন। পুরো ২০ ওভার ব্যাট করে ওটাই ছিল সবচেয়ে কম রানের নজির। ২০০৮ সালে গুয়ানার বিরুদ্ধে বারমুডা ৬২ রান করেছিল। চিনের ইনিংসে ছিল মোট চারটি মেডেন ওভার। নেপালের বিরুদ্ধে চিন পুরো ওভারও ব্যাট করতে পারেনি। সাত ওভার আগেই তাঁদের ইনিংসে দাঁড়ি পড়ে গিয়েছিল। এই মুহূর্তে চিনের ক্রিকেটের যা অবস্থা, তাতে করে তাদের এখনও আন্তর্জাতিক পর্যায় নিজেদের প্রমাণ করার জন্য প্রচুর ক্রিকেট খেলতে হবে।  তবেই তারা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আফগানিস্তান পারলে, চিনেরও পারা উচিত।

Advertisment