Advertisment

প্রীতিকে শারীরিক নিগ্রহ করেছিলেন! তাঁকেই আর দেখা যাবে না আইপিএলে

ডাবর গ্রুপের চেয়ারম্যান বর্মণ, প্রীতি ও পল নিজেদের শেয়ার ধরে রাখলেও নেস ওয়াদিয়া ছেড়ে দিচ্ছেন নিজের ২৩ শতাংশ শেয়ার। কিংস ইলেভেন পাঞ্জাবের এক কর্তা সর্বভারতীয় সেই প্রতিবেদনে জানিয়েছেন সেই তথ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
preity zinta

প্রীতি জিন্টার প্রাক্তন বয়ফ্রেন্ড নেস ওয়াদিয়া ছাড়ছেন আইপিএল (ফেসবুক)

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিতে একদশকের বেশি সময় ধরে মালিক তিনি। টুর্নামেন্টের বহু উত্থান-পতনেরও সাক্ষী। সেই নেস ওয়াদিয়াই এবার গুডবাই জানাতে চলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবকে। সর্বভারতীয় এক প্রচারমাধ্যমের খবর এমনটাই। জানা গিয়েছে, কিংস ইলেভেন পাঞ্জাবে ২৩ শতাংশ শেয়ার রয়েছে নেস ওয়াদিয়ার। প্রাক্তন বান্ধবী প্রীতি জিন্টার শেয়ারের পরিমাণও তাই। শিল্পপতি করণ পল এবং মোহিত বর্মণের শেয়ারের পরিমাণও যথাক্রমে ৮ ও ৪৬ শতাংশ।

Advertisment

জানা গিয়েছে, ডাবর গ্রুপের চেয়ারম্যান বর্মণ, প্রীতি ও পল নিজেদের শেয়ার ধরে রাখলেও নেস ওয়াদিয়া ছেড়ে দিচ্ছেন নিজের ২৩ শতাংশ শেয়ার। কিংস ইলেভেন পাঞ্জাবের এক কর্তা সর্বভারতীয় সেই প্রতিবেদনে জানিয়েছেন, "নেস ওয়াদিয়া নিজের শেয়ার ছেড়ে দিতে চাইছে। কারণ, পরিবারের কাছ থেকে চাপ দেওয়া হয়েছে ওর উপরে। ও নিজেও ছাড়তে চাইছিল।"

আরও পড়ুন কেকেআরের ‘বিষনজরে’ তিন তারকা! শীঘ্রই হতে চলেছে ছাঁটাই

ফ্র্যাঞ্চাইজিতে সবথেকে বেশি শেয়ার রয়েছে যার সেই বর্মণ যদিও জানিয়েছেন, দলের শেয়ার কেনার জন্য একাধিক সংস্থার তরফে যোগাযোগ করা হয়েছে। তবে নেস ওয়াদিয়ার শেয়ার ছাড়ার বিষয় কনফার্ম করেননি তিনি। নেসের এমন পরিকল্পনা রয়েছে বলেও তিনি স্বীকার করেননি।

preity zinta and ness wadia সুখের সময়ে প্রীতি জিন্টা ও নেস ওয়াদিয়া একত্রে (ফেসবুক)

এদিকে, কিংস ইলেভেন পাঞ্জাবের পাশাপাশি রাজস্থান রয়্যালসের শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে একাধিক সংস্থা।

এর আগে যদিও একাধিক বিতর্কিত কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন নেস। প্রাক্তন বান্ধবী প্রীতি জিন্টাকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। সেই মামলা এখনও চলছে। পাশাপাশি, কয়েকমাস আগেই জাপানে হোক্কাইডো দ্বীপের চিতোসি বিমানবন্দরে ড্রাগ পাওয়া যাওয়ার পরে তাঁর দু-বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছিল জাপান সরকার। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আইপিএল থেকেই নিষিদ্ধ করার দাবি উঠেছিল তাঁকে। সেই ঘটনার জন্যই কী সরে দাঁড়াচ্ছেন নেস, প্রশ্ন উঠে গিয়েছে।

Kings XI Punjab KXIP IPL
Advertisment