Advertisment

টি২০ বিশ্বকাপ বন্ধে পেটে টান, প্রাণ বাঁচাতে ডেলিভারির কাজ তারকা ক্রিকেটারের

হল্যান্ডের এই ক্রিকেটার ২০১৩ সালে অন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান কেনিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচের মাধ্যমে। ডাচ দলের হয়ে পাঁচটি ওডিআই এবং ৪১টি টি২০ ম্যাচও খেলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা পরিস্থিতি বদলে দিয়েছে সবকিছুই। রাতারাতি কাজ হারিয়েছেন কোটি কোটি মানুষ। অর্থনীতির মন্দা প্রভাব ফেলেছে সমাজের সর্বস্তরে। খেলার দুনিয়াতেও একই বিষয়। একের পর এক মেগা ইভেন্ট বাতিল হয়ে গিয়েছে। খেলার উপর নির্ভর করা অনেকে প্রবল সঙ্কটে পড়েছেন।

Advertisment

এমনই এক ক্রিকেটার নেদারল্যান্ডসের পল ভ্যান মিকারেন। অতিমারীর পরিস্থিতিতে খেলা বন্ধ হয়ে যাওয়ায় উবের ইটস-এর ডেলিভারি বয়ের কাজ করতে বাধ্য হয়েছেন তিনি। করোনা পর্বের আগে আইসিসির সূচি অনুযায়ী টি২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবর-নভেম্বরে। তবে অতিমারী পরিস্থিতিতে সেই টুর্নামেন্ট স্থগিত হয়ে গিয়েছে।

আরো পড়ুন: আইপিএলের আয়োজনে ধন্যবাদ জয় শাহকে! সৌরভের নাম ভুলেই গেলেন মুকেশ-পুত্র

টেস্ট খেলিয়ে প্ৰথম সারির দশ দল বাদেও পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমানের মত অতিরিক্ত টিমও বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতাঅর্জন করেছে।

publive-image

যাইহোক, নেদারল্যান্ড ক্রিকেটার পল ভ্যান মিকারেন সম্প্রতি নিজের টুইটারে জানিয়েছেন, বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় পার্ট টাইম ভিত্তিতে উবের ইটসের ডেলিভারি বয়ের কাজ করছেন। মন খারাপ করা টুইটে, আইসিসির টুইট রিটুইট করে তিনি জানান, "এই সময় আমার ক্রিকেট খেলা উচিত ছিল। শীতকাল কাটানোর জন্য আপাতত উবের ইটসের ডেলিভারির কাজ করছি। এরকম মজার ঘটনা ঘটে। সবাই হাসি খুশিতে থাকো।"

হল্যান্ডের এই ক্রিকেটার ২০১৩ সালে অন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান কেনিয়ার বিরুদ্ধে টি২০ ম্যাচের মাধ্যমে। ডাচ দলের হয়ে পাঁচটি ওডিআই এবং ৪১টি টি২০ ম্যাচও খেলেছেন। উইকেট নিয়েছেন যথাক্রমে ৪টি এবং ৪৭টি। কাউন্টিতে সমারসেটের হয়েও খেলেছেন তিনি। জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

পিটার সিলারের নেতৃত্বে ডাচ দল ভারতে আগামী বছরেই টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসবেন। বেশ কিছু বড় দলকে হারিয়ে চমকে দেওয়াই আপাতত লক্ষ্য তাদের। ভারতেই বসছে আগামী বছর টি২০ বিশ্বকাপের আসর। দেশে বিশ্বকাপ আয়োজনে বদ্ধপরিকর বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket
Advertisment