‘মিয়া খলিফা’ হয়ে যাচ্ছেন নাতাশা! ছোট পোশাক পরায় হার্দিকের ‘সেক্সি বেবি’কে তুলোধোনা নেটিজেনদের

হার্দিক পান্ডিয়ার বউকে নিয়ে এবার ঝড় উঠে গেল

‘মিয়া খলিফা’ হয়ে যাচ্ছেন নাতাশা! ছোট পোশাক পরায় হার্দিকের ‘সেক্সি বেবি’কে তুলোধোনা নেটিজেনদের

হার্দিক পান্ডিয়া, নাতাশা স্ট্যানকোভিচের সম্পর্ক বেশ পুরোনো। সোশ্যাল মিডিয়ায় দুজনেই বেশ সক্রিয়। সার্বিয়ান সুন্দরী নাতাশা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেন। সোমবার রাতে, হোলির প্রাক মুহূর্তে নাতাশা নিজের বেশ কিছু ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে। সব ছবিতেই হার্দিক-পত্নীকে বিকিনি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে।

আর স্বল্পবসনা নাতাশার সেই সব ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল। মাত্র চার ঘন্টার মধ্যেই নাতাশার পোস্টে ২ লক্ষ লাইক এবং হাজারো হাজারো কমেন্ট জড়ো হয়ে যায়। নাতাশার এমন আবেদনময়ী ছবিতে নিজেকে স্থির রাখতে পারেননি হার্দিক পান্ডিয়াও। হার্দিকের কমেন্ট, “মাই সেক্সি বেবি”। নিজের কমেন্টের সঙ্গে তারকা ক্রিকেটার হৃদয় এবং আগুনের ইমোজিও শেয়ার করেন। বেশ কিছু নেটিজেন নাতাশার লুকসের প্রশংসা করেছেন। তবে নেটিজেনদের একাংশ এমন বিকিনি ছবি দেখে তুলোধোনা করতেও ছাড়েননি হার্দিকের বউকে।

আরও পড়ুন: মোদি-অমিত শাহ শয়তান হিন্দু! পাকিস্তানের মজলিশে বিষ উগরে হাততালি কুড়োলেন আনোয়ার

একজন নেটিজেন তো হার্দিককে পরামর্শ দেওয়ার ছলে লিখে দেন, “হার্দিক ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে, এমন মহিলাকেই বিয়ে করা উচিত ছিল তোমার। নাতাশাকে বিয়ে করে ভুল করলেন।” ‘iamyara61’ কমেন্ট করেছেন, “হার্দিক অবশ্যই ভালো ক্রিকেটার। তবে এরকম ছবি পোস্ট করায় মহত্বের কিছু নেই।”

আরও পড়ুন: রোনাল্ডোর সঙ্গে হোটেলের বিছানায় অস্থির গরম মুহূর্ত! মহাতারকার সঙ্গম-কাহিনী ফাঁস করে ঝড় লাস্যময়ীর

‘idealsinghrajput’ লিখেছেন, “তুমি সুন্দর, এমন ধারণা নিজের মধ্যেই উপলব্ধি করা জরুরি। এরকম ছবি দেশের সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। তুমিই যদি এরকম পোশাক পরো, তাহলে আগামীদিনে তোমার মেয়ে তো এর থেকেও খারাপ পোশাক পরবে। তুমি যদি বিখ্যাত হও, তাহলে দেশের সংস্কৃতি সম্পর্কে সকলকে অবহিত করা, তোমার কর্তব্যের মধ্যেই পড়ে। এতে দেশের সংস্কৃতিও রক্ষা পাবে।”

‘manish._.01’-এর বক্তব্য, “নাতাশা ধীরে ধীরে উরফি জাভেদের বোন হয়ে যাচ্ছে।” “এমন পোশাক পরো যাতে সমাজের কাছে সদর্থক বার্তা পৌঁছয়।” বলছেন ‘ujjawal_baba_tiwari_official’। এমনই বহু নেতিবাচক কমেন্ট জমা হচ্ছে নাতাশার কমেন্ট বক্সে।

আরও পড়ুন: রোনাল্ডোর সঙ্গে পর্ণ ভিডিও রয়েছে, রঙিন রাতে রোনাল্ডোর কুকীর্তি ফাঁসে ঝড় বিকিনি-বসনার

নাতাশার সঙ্গে হার্দিকের সাক্ষাৎ এক নাইটক্লাবে। তারপরে বেশ কিছুদিন লিভ ইন করার পরে তারকা দম্পতি গাঁটছড়া বেঁধেছিলেন। গত বছরই উদয়পুরে জাঁকজমকে পুনরায় বিয়ে করেন হার্দিক-নাতাশা।

Read the full article in HINDI

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Netizens troll hardik pandya wife natasa stankovic for wearing bikini calls her uorfi javed

Next Story
মোদি-অমিত শাহ শয়তান হিন্দু! পাকিস্তানের মজলিশে বিষ উগরে হাততালি কুড়োলেন আনোয়ার
Exit mobile version