Advertisment

IPL 2019: পরপর চার ম্যাচে শোচনীয় হার, কোহলিকে এবার সরিয়ে দেওয়ার দাবি

লিগ তালিকায় তলানিতে আরসিবি-র অবস্থান। এমন অবস্থায় নেতৃত্ব থেকে কোহলিকে ছেঁটে ফেলার দাবি বেশ জোরালো হল। সমর্থকরা সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

নতুন রেকর্ড গড়লেন বিরাট (ফেসবুক)

বন্যেরা বনে সুন্দর, বিরাট কোহলি জাতীয় দলের জার্সিতে! এমন রসিকতা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে আইপিএলের সময়। চলতি আইপিএল-ও তার ব্যতিক্রম নয়। কোহলির পাশাপাশি তার আইপিএল দল আরসিবি-ও ট্রোলিং, মিমের শিকার হয়ে থাকে। তবে এবার ঘটনা অন্য। কোহলিকে নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়ার জোরালো আবেদন উঠল সোশ্যাল মিডিয়া জুড়ে। তা-ও আবার আরসিবি সমর্থকদের তরফে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আরসিবি-র নেতা হিসেবে কোহলি ডাহা ব্যর্থ। নতুন কাউকে খোঁজা হোক।

Advertisment

শুরুর চারটে ম্যাচের মধ্যে চারটিতেই হার। আইপিএলের ইতিহাসে আরসিবির নিকৃষ্টতম 'স্টার্ট' এবারেই। চার ম্যাচে চার হার সমেত কোহলি-ব্রিগেড পয়েন্টের খাতা খুলতে পারেনি এখনও। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছেও সাত উইকেটে হার হজম করতে হয়েছে। লিগ তালিকায় তলানিতে আরসিবি-র অবস্থান। এমন অবস্থায় নেতৃত্ব থেকে কোহলিকে ছেঁটে ফেলার দাবি বেশ জোরালো হল। সমর্থকরা সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: মাঠে নামলেন বিরাট, টুইট করলেন প্র্যাকটিসের ছবি

পরিসংখ্যান বলছে, আরসিবি-র জার্সিতে নেতা হিসেবে কোহলি একশোটি ম্যাচে জিতেছেন মাত্র ৪৫ বার। প্রত্যেকবার কাগজে কলমে দুর্ধর্ষ ক্রিকেটার নির্বাচন করা সত্ত্বেও আইপিএল খেতাব এখনও জিততে পারেন নি কোহলিরা। ২০১৬ সালে কেবলমাত্র একবারই প্লে-অফ ও ফাইনাল পর্যন্ত পৌঁছনো বাদে প্রাপ্তির ভাঁড়ার শূন্য। শুধু নেতা হিসেবেই নয়, বাকি ক্রিকেটারদেরও ভাল পারফরম্যান্স দিতে উদ্বুদ্ধ করতে পারেন নি কোহলি, এমনটাই মত। দল নির্বাচন নিয়েও অভিযোগের অন্ত নেই। ওয়াশিংটন সুন্দরের মতো প্রতিশ্রুতিমান বোলার হোন বা প্রতিষ্ঠিত টিম সাউদি, তাঁদের ঠিকানা হয়েছে ডাগ আউট।

অধিনায়ক হিসেবে তো বটেই, ব্যাটসম্যান কোহলিও শোচনীয়ভাবে নিষ্প্রভ। জাতীয় দলের হয়ে খেলার সময়েই যে কোহলির ব্যাট থেকে রানের ফুলঝুরি বেরোয়, তিনিই আইপিএলে খেলার সময়ে আশ্চর্যজনকভাবে ফর্ম হারিয়ে ফেলেন। চলতি আইপিএলেই চারটে ম্যাচে কোহলি করেছেন মাত্র ৭৮ রান। সামনেই কেকেআর ম্যাচ। সেই ম্যাচে কোহলি প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তবে কোহলির সরে দাঁড়ানোর দাবি কিন্তু উঠে গিয়েছে।

IPL Virat Kohli RCB Royal Challengers Bangalore
Advertisment