/indian-express-bangla/media/media_files/2025/02/13/BwvmSkmUytM1V4DhHpet.jpg)
WPL 2025-Asha Sobhana: গত বছর ডব্লিউপিএলে আশা শোভনা। (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)
RCB’s Asha Sobhana in WPL 2025: চোটের জন্য ডব্লিউপিএল২০২৫ থেকে ছিটকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আশা শোভনা। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে যে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুজহাত পারভিন এই মরশুমে শোভনার জায়গায় খেলবেন। শুক্রবারই গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার ঠিক আগেই ফ্যাঞ্চাইজির তরফে জানানো হল যে, শোভনার হাঁটুতে চোট আছে। সেই কারণে তিনি এবার ডব্লিউপিএল খেলতে পারবেন না।
এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করা হয়েছে, 'দুর্ভাগ্যবশত আমাদের অলরাউন্ডার আশা শোভনা হাঁটুর চোটের জন্য ডব্লিউপিএল ২০২৫ থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় খেলবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুজহাত পারভিন।' আশা শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে টসের ঠিক পরেই চোট পেয়েছিলেন। সেই সময় তাঁকে চোটের জন্য মাঠ ছাড়তে হয়েছিল। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি শুধু আশাকেই নয়, চোটের জন্য (হাঁটুর ইনজুরি) এবার সোফি মোলিনাক্সকেও পাবে না।
🔊 𝑶𝑭𝑭𝑰𝑪𝑰𝑨𝑳 𝑨𝑵𝑵𝑶𝑼𝑵𝑪𝑬𝑴𝑬𝑵𝑻 🔊
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
🥹 Unfortunately, our champion all-rounder, Asha Sobhana, has been ruled out of #WPL2025 due to a knee injury! Star 🇮🇳 wicketkeeper-batter Nuzhat Parween will replace her for the season! 🙌
Welcome to #ನಮ್ಮRCB, Nuzhat! 🤩… pic.twitter.com/LfJx3geASV
বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স আবার জানিয়েছে, তারা আহত অলরাউন্ডার পূজা ভাস্ত্রাকরের বদলে মহিলা প্রিমিয়ার লিগে পারুনিকা সিসোদিয়াকে নিয়েছে। আশার বদলে আরসিবি যাঁকে দলে নিয়েছে, রেলওয়ের সেই উইকেটরক্ষক পারভিন ৫টি টি২০-তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে আরসিবিতে যোগ দেবেন। মুম্বই ইন্ডিয়ান্সের পারুনিকা আইপিএলের প্রথম সংস্করণে গুজরাট জায়ান্টসে ছিলেন।
আরও পড়ুন- আইপিএলের আগেই বদলাল মালিকানা, গুজরাট টাইটানসের বেশিরভাগ শেয়ার এবার টরেন্ট গ্রুপের হাতে
সদ্য সমাপ্ত আইসিসি মহিলা অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন বাঁ-হাতি স্পিনার পারুনিকা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ম্যাচের সেরা হয়েছেন। তিনি ১০ লক্ষ টাকায় এমআই-তে যোগ দিয়েছেন। গত ডব্লিউপিএলে শোভনা দুর্দান্ত খেলেছিলেন। গত বছর ৪ মার্চ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলা প্রিমিয়ার লিগের একাদশতম ম্যাচে ইউপি ওয়ারিয়র্জ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচে তিনি ইউপি ওয়ারিয়র্জের শ্বেতা শেহরাওয়াতের উইকেট নিয়েছিলেন। সেই উইকেট নেওয়ার পর শোভনার উদযাপন আজও দর্শকদের অনেকেরই মনে থাকার কথা। গত ডব্লিউপিএলে বেঙ্গালুরুর জয়ে তিনি ছিলেন অন্যতম কারিগর। এইরকম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অভাব এবার বেঙ্গালুরু কীভাবে মেটায়, সেটাই এখন দেখার।