আইপিএল আয়োজনে বিঘ্ন ঘটাতে এবার বড়সড় চাল চালল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের দিনক্ষণ জানিয়ে দল পিসিবি। তবে আইপিএলের সূচির সঙ্গে সংঘাত ঘটিয়েই সিরিজের আয়োজন করা হচ্ছে। তিনটে ওয়ানডে এবং পাঁচটি টি২০ ম্যাচের সিরিজ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। সিরিজ শেষ অক্টোবরের ৩ তারিখ।
আর পিসিবির প্রকাশিত এই সূচি দেখেই বিসিসিআইয়ের চোখ কপালে। কারণ আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সেপ্টেম্বরের ১৯-এ। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ শুরুর ঠিক দু-দিন পর। এমন আন্তর্জাতিক সূচি প্রকাশের পরেই প্রশ্ন উঠে গিয়েছে নিউজিল্যান্ড তারকারা এবার আইপিএলে অংশ নিতে পারবেন তো!
আরও পড়ুন: ০ রানে আউট কোহলি! ক্যাপ্টেনের লজ্জার রেকর্ডে হামাগুড়ি টিম ইন্ডিয়ার, দেখুন ভিডিও
তবে বিসিসিআইকে আশ্বস্ত করেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াইট জানিয়ে দিয়েছেন, অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, জেমস নিশাম পাকিস্তানের বিপক্ষে খেলার পরিবর্তে আইপিএলে অংশগ্রহণ করবেন।
কিউয়ি বোর্ড কর্তার এমন আশ্বাসের পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স, কেকেআরের মত দল। বিদেশি ক্রিকেটারদের দ্বিতীয় পর্যায়ে পাওয়া যাবে কিনা, তা নিয়ে বোর্ডের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে। ইসিবি যেমন একদিন আগেই জানিয়ে দিয়েছে, আইপিএলে পাওয়া যাবে তারকাদের।
আরো পড়ুন: BCCI-এর চাপে মাথা নোয়াল ইংল্যান্ড! বিতর্কিত কাশ্মীর লিগে নেই কোনো ইংরেজ ক্রিকেটার
যাইহোক, ১৮ বছর পরে পাকিস্তানে খেলতে যাবে নিউজিল্যান্ড, পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের যে তিনটে ওয়ানডে ম্যাচ খেলা হবে তা আইসিসি ওয়ার্ল্ড কাপের সুপার লিগের অন্তর্ভুক্ত। তিনটে ওয়ানডে খেলা হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। টি২০ সিরিজ খেলা হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তান বোর্ড বৃহস্পতিবার জানিয়ে দিল ২০২১/২২ মরশুম শুরু হবে নিউজিল্যান্ড সিরিজের মাধ্যমেই। এই সিরিজের আগে নিউজিল্যান্ড বোর্ডের তরফে নিরাপত্তা আধিকারিক ক্রেগ ডিকাসন পাকিস্তানে এসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন। ২০০৩ সালে শেষবার পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল নিউজিল্যান্ড দল। তারপর এবার।
আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন যে নিউজিল্যান্ড তারকারা:
ফিন এলেন (আরসিবি), জিমি নিশাম (মুম্বই ইন্ডিয়ান্স), ট্রেন্ট বোল্ট (মুম্বই ইন্ডিয়ান্স), কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ), এডাম মিলনে (মুম্বই ইন্ডিয়ান্স), মিচেল স্যান্টনার (সিএসকে), টিম সেইফার্ট (কেকেআর), কাইল জেমিসন (আরসিবি), লকি ফার্গুসন (কেকেআর)।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন