/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Trent-Boult.jpg)
বোল্ট ঝড়ে লণ্ডভণ্ড দ্বীপরাষ্ট্র (ছবি-টুইটার/ব্ল্যাকক্যাপস)
নিউজিল্যান্ডের ক্রায়স্টচার্চে আগুন জ্বাললেন ট্রেন্ট বোল্ট। কিউয়ি পেস বোলারের দাপটে তছনছ হয়ে গেল শ্রীলঙ্কা। ১৫ বলে হাফ ডজন উইকেট নিলেন বোল্ট। মাত্র চার রান খরচ করলেন তিনি। বোল্টের কেরিয়ারে এটাই সেরা টেস্ট পরিসংখ্যান।
ক্রায়স্টচার্চে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সুরঙ্গ লকমলের পাঁচ উইকেটের সৌজন্যে নিউজিল্যান্ড ১৭৮ রানে গুটিয়ে যায়। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় ১০৪ রানে। বুধবার ৮৮ রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করেছিল শ্রীলঙ্কা।
আরও পড়ুন: দুনিয়া জুড়ে ধোনির নামের গাড়ি, মুগ্ধ সিএসকে
দ্বিতীয় দিনের ৪০ মিনিটের মধ্যে শ্রীলঙ্কার নিস্পত্তি করে দিলেন বোল্ট। বোল্ট এদিন নিজের তৃতীয় ওভারে রোশেন সিলভাকে ফেরান। এরপর ট্রিপল উইকেট মেডেন পান বোল্ট। মাত্র চার রানের মধ্যেই শেষ পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে খারাপ শেষ পাঁচ উইকেট পতন। এদিন শেষ চারজন ব্যাটসম্যানই কোনও রান করতে পারেননি। এলবিডব্লিউ হন তাঁরা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে দেখলেন শেষটা। দ্বিতীয় ইনিংসে ৩০৫ রানে এগিয়ে নিউজিল্যান্ড। দিনের শেষে দুই উইকেট হারিয়ে ২৩১ তুলেছে তারা।
15 balls, 6 wickets..
Unbelievable spell @trent_boult#NZvSLpic.twitter.com/MSaEzuTzL7— Misal ???????? (@MisalRaj_) December 27, 2018
Special spell this morning from Trent Boult!#NZvSLpic.twitter.com/jzcS1ou147
— BLACKCAPS (@BLACKCAPS) December 26, 2018
প্রথম দিন ১০ ওভার বল করেও কোনও উইকেট পাননি বোল্ট। অথচ তারপর দিনই সব হিসেব বদলে দিলেন। এর আগে বোল্টের সেরা পারফরম্যান্স ছিল চলতি বছর মার্চে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন পার্কে ৩২ রানে ছ’উইকেট পেয়েছিলেন তিনি। বোল্টের ঝুলিতে এখন ২৩০টি টেস্ট উইকেট চলে আসল। নিউজিল্যান্ডের সর্বকালের সেরা উইকেট সংগ্রাহকদের তালিকায় পাঁচে থাকলেন তিনি। বোল্টের আগে রয়েছেন রিচার্ড হেডলি (৪৩১), ড্যানিয়েল ভেট্টরি (৩৬১) ক্রিস মার্টিন (২৩৩), টিম সাউদি (২৩৫)। এই মুহূর্তে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের দু’ম্যাচের টেস্ট সিরিজের ফল ০-০। বৃষ্টির জন্য প্রথম টেস্ট ভেস্তে গিয়েছিল।