Advertisment

দ্রুততম শতরানের মালিক, বান্ধবীর পরামর্শে অবসর নিয়ে দেশ ছাড়ছেন সুপারস্টার

অ্যান্ডারসনের বাগদত্তা মেরি মার্গারেট একজন আমেরিকান। তিনি কোরির ভবিষ্যত পরিকল্পনায় ভূমিকা রেখেছেন বলেই মনে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে নিউজিল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ড ছেড়ে তিনি আপাতত পাকাপাকিভাবে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি মেজর লিগ টি২০-তে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্ল্যাক ক্যাপদের জার্সিতে ৯৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

Advertisment

ক্রিকবাজ-কে কোরি অ্যান্ডারসন জানিয়েছেন, "নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা দারুণ সম্মান ও গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে আরো খেলতে পছন্দ করতাম। তবে এমনটা সবসময় হয়ে ওঠে না। কখনো কখনো নিত্যনতুন সুযোগ চলে আসে আমাদের সম্পূর্ন অন্যদিকে নিয়ে যায়। যে বিষয়ে হয়ত আমরা কেউই ভাবিনি। নিউজিল্যান্ড আমায় জন্য যা করেছে, তাতে আমি কৃতজ্ঞ।"

আরো পড়ুন: ওয়ার্নারের কুঁচকির চোটে দায়ী ম্যারাথন সঙ্গম! লজ্জার মাথা খেয়ে ফাঁস স্ত্রী ক্যান্ডিসের

অ্যান্ডারসনের বাগদত্তা মেরি মার্গারেট একজন আমেরিকান। তিনি কোরির ভবিষ্যত পরিকল্পনায় ভূমিকা রেখেছেন বলেই মনে করা হচ্ছে। তবে অ্যান্ডারসন জানিয়েছেন, "এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে ভবিষ্যতের চিন্তা বেশি করে প্রাধান্য পায়। আমার বান্ধবী মেরি মার্গারেট আমার ভবিষ্যত প্ল্যানিংয়ে সাহায্য করেছে। আমেরিকা ছেড়ে নিউজিল্যান্ডে এসে সম্পূর্ণ অন্য সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নিয়ে আমার গোটা ক্রিকেট কেরিয়ারে পাশেই ছিল ও। আমরা ভেবে দেখলাম, আমেরিকাতে থাকাই আমাদের কাছে সেরা অপশন।"

publive-image

ওডিআই ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক অ্যান্ডারসন। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন কিউয়ি এই তারকা। তারপর রাতারাতি বিশ্ব ক্রিকেটে আলোচনার পাদপ্রদিমে চলে আসেন তিনি। আইপিএলে এর পর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চুক্তিও আদায় করে নেন তারকা এই ব্যাটসম্যান।

তবে সম্প্রতি জাতীয় দলের জার্সিতে অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি। শেষবার ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচে খেলেন তিনি। ওডিআই ম্যাচ খেলেছিলেন আরো একবছর আগে- বাংলাদেশের বিরুদ্ধে ২০১৭-য়।

মেজর সকার লিগ টি২০ ক্রিকেটে কোরি অ্যান্ডারসন আপাতত সবথেকে হাইপ্রোফাইল ক্রিকেটার। তিনি ছাড়াও এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেন পিয়েত, পাকিস্তানের সামি আসলাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket New Zealand
Advertisment