Rohit Sharma's Patek Philippe Watch Cost: ১ ঘড়ির দামেই IPL-এ অর্জুনকে কেনা যাবে ৩ বার! রোহিতের হাতে দুর্মূল্য ঘড়ির দাম কত

Rohit Sharma news: রোহিতের এই ঘড়ির দাম শুনলে অনেকেই ভিরমি খাবেন, জেনে নিন অর্থের ঝনঝনানি। যাঁরাই শুনছেন যেন ভাবতেই পারছেন না, এভাবেই চমকে উঠছেন।

Rohit Sharma news: রোহিতের এই ঘড়ির দাম শুনলে অনেকেই ভিরমি খাবেন, জেনে নিন অর্থের ঝনঝনানি। যাঁরাই শুনছেন যেন ভাবতেই পারছেন না, এভাবেই চমকে উঠছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, Patek Philippe watch, রোহিত শর্মা, পাটেক ফিলিপ ঘড়ি,

Rohit Sharma-Patek Philippe watch: রোহিত শর্মার ঘড়িই এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। (ছবির সূত্র: রোহিত শর্মা/ইনস্টাগ্রাম)

The Whopping Price Tag of Rohit Sharma's Luxury Watch: অস্ট্রেলিয়া সফরে পাটেক ফিলিপের ঘড়ি পরেছেন রোহিত শর্মা। এই ঘড়ির বিরাট দাম। যা শুনে লোকেদের চোখ কপালে উঠেছে। রোহিত শর্মার এই ঘড়ির বিশেষত্ব অ্যাকুয়ানট ট্র্যাভেল টাইম। যা  অত্যাধুনিক। যাঁরা ঘনঘন দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তাঁদের জন্য এই ঘড়ি তৈরি করা হয়েছে। 

Advertisment

এমনিতে বিলাসবহুল ঘড়ি সবসময় একটি স্ট্যাটাস সিম্বল। বিশেষ করে সেলিব্রিটি এবং স্পোর্টস আইকনদের মধ্যে তো বটেই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও এর ব্যতিক্রম নন। অত্যন্ত দামি চিত্তাকর্ষক এই ঘড়ি তাঁর স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছে। সম্প্রতি, অস্ট্রেলিয়া সফরে রোহিতকে প্যাটেক ফিলিপ অ্যাকুয়ানট ট্রাভেল টাইম রেফারেন্স ৫১৬৪ পরা অবস্থায় দেখা গিয়েছে। একটি ঘড়ি পরাটা নাকি দারুণ আরামদায়ক। শুধু তাই নয়, এর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।

প্যাটেক ফিলিপ, একটি সুইস বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক সংস্থা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম ব্র্যান্ডগুলির মধ্যে একটি এই প্যাটেক ফিলিপ। ব্যতিক্রমী টাইমপিস তৈরির জন্য এই সংস্থার খ্যাতি আছে। তাদের নির্ভুল টাইম দেখানো এবং ডিজাইন নজর কাড়তে বাধ্য। এই সংস্থার ঘড়িগুলোর দাম শুরু হয় ১০ লক্ষ মার্কিন ডলার থেকে। 

Advertisment

আরও পড়ুন- তেড়ে-হুমকিতে মাঠেই পেটাতে গেলেন KKR-এর রানা! ফুঁসলেন লখনৌ তারকাও, বেনজির বিতর্কে দগ্ধ SMAT

যাঁরা ঘনঘন এবং নিয়মিত ঘুরে বেড়ান, তাঁরা প্যাটেক ফিলিপ ঘড়িই পরেন। এই সংস্থা অবশ্য তাদের ওয়েবসাইটে ব্র্যান্ডের দাম লেখে না। তবে, জানা গিয়েছে যে এদের ৫১৬৪এ মডেলের দাম প্রায় ৬৪ লক্ষ টাকা। এর আধুনিকতম সংস্করণের দাম প্রায় ১ কোটি টাকা। যা রোহিত শর্মা ব্যবহার করেন।

আইপিএলে শচীন পুত্র-অর্জুন তেন্ডুলকর ৩০ লক্ষ টাকা দাম পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স-এর তরফে। অর্থাৎ রোহিতের এক ঘড়িতে অর্জুনকে তিন বার কেনার পরেও ১০ লক্ষ টাকা উদ্বৃত্ত থাকবে। আইপিএল আবার মাপকাঠি হলে বাংলাদেশ ক্রিকেটাররা আবার নিলাম থেকে এক টাকাও পাননি। সেই অঙ্কে সমস্ত টাইগার তারকাকেই কেনা যাবে একটা প্যাটেক ঘড়ির দামে।

এই বিলাসবহুল ঘড়িগুলো কেবল সম্পদই না। এগুলো প্রতীকী। এগুলো দেখতে যেমন কারুকাজ করা, এর বৈশিষ্ট্যও তেমনই নজরকাড়া। প্যাটেক ফিলিপ, রোলেক্সের মতই আইকনিক ব্র্যান্ড। এর ঘড়িগুলো শুধুমাত্র যে কোনও মরশুমের জন্যই কার্যকরী নয়। বরং, এই ঘড়িগুলো সংগ্রহে রাখাও ব্যক্তির সম্মান বাড়ায়।

Rohit Sharma Cricket News Indian Cricket Team Team-India Team India Border-Gavaskar Trophy