প্যারিসের হোটেলে মদ্যপান করে ধর্ষণ, অবশেষে মুখ খুললেন নেইমার

নেইমার নিজের ভিডিও বার্তার পাশাপাশি তাঁর এজেন্সির ওয়েবসাইটেও এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগ মোটেও সত্য নয়। সংবাদটি নিয়ে অবাক হলেও ঘটনাটি ফুটবলার এবং তাঁর অধীনস্থ কর্মীরা আগে থেকেই জানতেন।

নেইমার নিজের ভিডিও বার্তার পাশাপাশি তাঁর এজেন্সির ওয়েবসাইটেও এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগ মোটেও সত্য নয়। সংবাদটি নিয়ে অবাক হলেও ঘটনাটি ফুটবলার এবং তাঁর অধীনস্থ কর্মীরা আগে থেকেই জানতেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Neymar

ধর্ষণে অভিযুক্ত নেইমার (ফেসবুক)

কোপা আমেরিকা শুরু হওয়ার মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই চাঞ্চল্যকর বিতর্কে জড়িয়ে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এপ্রিলে প্যারিসে-র এক হোটেলে মদ্যপ অবস্থায় এক মহিলাকে ধর্ষণ করেছেন, বলে মারাত্মক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও নেইমার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ভলি খেলার ভঙ্গিতেই উড়িয়ে দিয়েছেন যাবতীয় অভিযোগ। মিডিয়ার খবর অনুযায়ী, ১৫ জুন প্য়ারিসে রাত আটটায় নেইমার এমন কীর্তি করেন। হোটেলে মাতাল অবস্থায় মহিলার অসম্মতিতে শারীরিক নির্যাতন করেন। যদিও ধর্ষণে অভিযোগকারিনীর নাম জানা যায়নি।

ধর্ষণের অভিযোগ উঠল নেইমারের বিরুদ্ধে, বাবা বলছেন সাজানো ঘটনা

Advertisment

এর পরেই মুখ খুলেছেন সেলেকাও সুপারস্টার। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তাঁকে হেনস্থা করতেই আইনজীবীর মাধ্যমে এমন অভিযোগ তোলা হয়েছে। একই অভিযোগে কিছুদিন আগেও বিদ্ধ হতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ক্যাথরিন মায়োরগা নামের এক মার্কিন মডেল জার্মানির এক পত্রিকায় বিস্ফোরক অভিযোগ জানান। মহাতারকা ফুটবলারের নামে সেই মামলা এখনও চলছে।

যাইহোক, নেইমার নিজের ভিডিও বার্তার পাশাপাশি তাঁর এজেন্সির ওয়েবসাইটেও এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগ মোটেও সত্য নয়। সেখানে লেখা হয়েছে, "সংবাদটি নিয়ে অবাক হলেও ঘটনাটি ফুটবলার এবং তাঁর অধীনস্থ কর্মীরা আগে থেকেই জানতেন। কয়েকদিন আগে তিনি সাও পাওলোতে একজন আইনজীবী দ্বারা জোরাজুরির শিকার হন, যিনি বলেছিলেন, তিনি অভিযুক্তের স্বার্থের প্রতিনিধিত্ব করেছেন।"

Advertisment

পাশাপাশি আরও জানানো হয়, "পুরো ঘটনা সম্পর্কে ফুটবলারদের আইনজীবীদের অবহিত করার পরেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পুরোপুরি অন্যায় ও নেতিবাচক সংবাদ প্রকাশের অপব্যবহার এবং সর্বোপরি অপব্যবহারকে প্রত্যাখ্যান করছি।"

জানা গিয়েছে, ইনস্টাগ্রাম মেসেজের মাধ্যমে দু-জনের পরিচয় হয়। নেইমারের এক বন্ধু ওই মহিলাকে প্যারিসের প্লেনের টিকিটও বুক করে দেন। তারপর প্যারিসেই দেখা হয় দু-জনের।

brazil neymar