IPL 2025: নিকোলাস পুরান ও মিচেল মার্শের দুর্দান্ত ব্যাটিং, ৫ উইকেটে SRH-কে হারাল LSG

Nicholas Pooran (70) & Mitchell Marsh (52) power LSG to a 5-wicket win over SRH in just 16.1 overs. Shardul Thakur shines again with a 4-wicket haul: নিকোলাস পুরান (৭০) ও মিচেল মার্শ (৫২)-এর দুর্দান্ত ইনিংসে ১৬.১ ওভারে SRH-কে হারাল LSG। দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর।

Nicholas Pooran (70) & Mitchell Marsh (52) power LSG to a 5-wicket win over SRH in just 16.1 overs. Shardul Thakur shines again with a 4-wicket haul: নিকোলাস পুরান (৭০) ও মিচেল মার্শ (৫২)-এর দুর্দান্ত ইনিংসে ১৬.১ ওভারে SRH-কে হারাল LSG। দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর।

author-image
IE Bangla Sports Desk
New Update
SRH & LSG: হায়দরাবাদের সূর্যাস্ত, জয় নিয়ে গেল লখনউ

SRH & LSG: হায়দরাবাদের সূর্যাস্ত, জয় নিয়ে গেল লখনউ। (ছবি- আইপিএল)

Pooran & Marsh Power LSG to a 5-Wicket Win Over SRH, Shardul Thakur Shines Again: আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্ম ধরে রাখল লখনউ সুপার জায়ান্টস (LSG)। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-এর বিরুদ্ধে নিকোলাস পুরান (৭০) ও মিচেল মার্শ (৫২)-এর অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে ৫ উইকেটে জয় পেল তারা। মাত্র ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় লখনউ। 

Advertisment

SRH অধিনায়ক প্যাট কামিন্স পুরান ও মার্শ— দু'জনকেই আউট করলেও, শেষ দিকে আবদুল সামাদের (৮ বলে ২২ রান) গুরুত্বপূর্ণ ইনিংস জয়ের রাস্তা LSG-র জন্য সহজ করে দেয়। এর আগে, শার্দুল ঠাকুরের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে SRH-কে ৯ উইকেটে ১৯০ রানে আটকে দেয় লখনউ। ঠাকুর ৪ উইকেট নিয়েছেন। তিনি অভিষেক শর্মা (৬), ঈশান কিষাণ (০), অভিনব মনোহর ও মহম্মদ শামিকে আউট করেছেন। হেনরিক ক্লাসেন রান আউট হন দুর্ভাগ্যজনকভাবে। বোলার প্রিন্স যাদবের হাতে লেগে বল নন-স্ট্রাইকার প্রান্তে উইকেট গিয়ে লাগে। তাতেই তিনি আউট হন। 

SRH-র হয়ে ট্রাভিস হেড (৪৭) ঝোড়ো ইনিংস খেলেন, তবে শেষ পর্যন্ত লখনউয়ের দুর্দান্ত বোলিং ও ব্যাটিংয়ের সামনে টিকতে পারেনি হায়দরাবাদ। ট্রাভিস হেড আগেই আউট হয়ে যেতেন। কিন্তু, তাঁর দুটি ক্যাচ মিস করেন লখনউয়ের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত প্রিন্স যাদবের ইয়র্কারে বোল্ড হয়ে ৪৭ রানে ফিরে যান হেড।

Advertisment

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লখনউ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হল। এখানেই আগের ম্যাচে হায়দরাবাদ ২৮৬ রান তুলে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলগত স্কোর করেছিল। তবে আজকের ম্যাচে এলএসজি বোলাররা দারুণভাবে এসআরএইচ ব্যাটসম্যানদের রুখে দেন এবং তারই ফলে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৯০ রানে থামতে বাধ্য হয় হায়দরাবাদ।   

আরও পড়ুন- বাতিল বোলার থেকে পার্পল ক্যাপজয়ী! শার্দুল ঠাকুরই রুখে দিলেন হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে

এই ম্যাচে লখনউ দলে একমাত্র পরিবর্তন ছিল— আভেশ খানকে  শাহবাজ আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল। আর হায়দরাবাদ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে। এখন পর্যন্ত আইপিএলে দুই দলের মধ্যে মোট ৪ বার সাক্ষাৎ হয়েছে, যেখানে ৩ বার জিতেছে লখনউ সুপার জায়ান্টস এবং মাত্র ১ বার জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ

LSG Cricket News Lucknow Super Giants Sunrisers Hyderabad IPL