Tashkent Open 2025: তাসখন্দ ওপেন চ্যাম্পিয়ন নিহাল সারিন, জিতলেন ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার

Indian Grandmaster Nihal Sarin clinched victory at the Tashkent Open 2025, securing the title with an undefeated run. He earned $20,000 and 7.1 rating points, taking his live rating to 2694. ভারতীয় গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন তাসখন্দ ওপেন ২০২৫-এ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেন। তিনি লাইভ রেটিং ২৬৯৪-এ পৌঁছলেন।

Indian Grandmaster Nihal Sarin clinched victory at the Tashkent Open 2025, securing the title with an undefeated run. He earned $20,000 and 7.1 rating points, taking his live rating to 2694. ভারতীয় গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন তাসখন্দ ওপেন ২০২৫-এ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেন। তিনি লাইভ রেটিং ২৬৯৪-এ পৌঁছলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Nihal Sarin: নিহাল সারিন গত বছর কলকাতায় টাটা স্টিল র‍্যাপিড এবং ব্লিটজ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন

Nihal Sarin: নিহাল সারিন গত বছর কলকাতায় টাটা স্টিল র‍্যাপিড এবং ব্লিটজ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। Photograph: (এক্সপ্রেস ছবি: পার্থ পাল)

Nihal Sarin Wins Tashkent Open 2025, Inches Closer to 2700 Rating Mark: ভারতের অন্যতম প্রতিভাবান দাবাড়ু নিহাল সারিন তাসখন্দ ওপেন আগজামোভ মেমোরিয়াল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নিলেন। ফাইনাল রাউন্ডে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার শামসিদ্দিন ভোখিদভের বিরুদ্ধে ড্র করে তিনি চ্যাম্পিয়ন হয়েছে।

Advertisment

তাসখন্দ ওপেনে জয়ের ফলে ২০ বছর বয়সি এই গ্র্যান্ডমাস্টার ২০,০০০ মার্কিন ডলার (প্রায় ১৭ লক্ষ টাকা) পুরস্কার অর্থ এবং ৭.১ লাইভ রেটিং পয়েন্ট পেলেন। তাঁর বর্তমান লাইভ রেটিং ২,৬৯৪। যা ২,৭০০ ক্লাবে প্রবেশের একেবারে কাছাকাছি। 

একসময় দ্রুতগতির দাবায় বা ব়্যাপিড চেসে দক্ষতার জন্য পরিচিত হলেও, এই জয়ে তিনি প্রমাণ করলেন যে ক্লাসিকাল দাবাতেও তিনি প্রতিদ্বন্দ্বিতার শীর্ষে রয়েছেন। ১৫টি দেশের ১৫৩ জন প্রতিযোগীর মধ্যে নিহাল সবার ওপরে ছিলেন। ২০ জন গ্র্যান্ডমাস্টার, ৩২ জন আন্তর্জাতিক মাস্টার এবং একজন মহিলা আন্তর্জাতিক মাস্টার এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

নিহাল সারিন এই টুর্নামেন্টে ১০ রাউন্ডে ৮ পয়েন্ট পেয়েছেন। তিনি ছয়টি ম্যাচে জিতেছেন এবং চারটিতে ড্র করেছেন। তাঁর গুরুত্বপূর্ণ জয়গুলোর মধ্যে অন্যতম- ভারতের অধিবান ভাস্করন, চিনের জিং ইয়াও টিন ও রাশিয়ার সানান সজুগিরভের বিরুদ্ধে ম্যাচ। এই জয়ে নিহাল আবারও প্রমাণ করলেন যে তিনি ভারতের সেরা দাবাড়ুদের একজন। গত বছর আয়োজিত দাবা অলিম্পিয়াডে তিনি ভারতীয় দলে সুযোগ পাননি। তবে তিনি বলেছিলেন, 'ভারতের হয়ে খেলা আমার কাছে গর্বের ব্যাপার। আর, আমি সবসময় আমার বন্ধুদের সাহায্য করব। হয়তো পরের বার আমি দলেও থাকব।'

Advertisment

নিহাল ভারতীয় দাবার স্বর্ণযুগের কিশোর প্রতিভাদের একজন। সাম্প্রতিক বছরগুলোতে, তিনি সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ  কিংবা অর্জুন এরিগাইসি এবং প্রজ্ঞানান্ধার মত সমসাময়িক খেলোয়াড়দের থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন। অন্তত দাবার ধ্রুপদী ফরম্যাটে তো বটেই। ভারতের অল-স্টার দাবা অলিম্পিয়াডে তিনি ছিলেনও না। ভারতের ওই দল গত বছর বুদাপেস্ট থেকে দলগতভাবে সোনা জিতে ফিরে এসেছিল। সেখানে গুকেশ ও অর্জুন দুটি ব্যক্তিগত সোনাও জিতেছেন।

আরও পড়ুন- কালো মাটির পিচে ঝলক প্রসিদ্ধ কৃষ্ণ, সাই সুদর্শনের, গুজরাটের ছকেই উড়ে গেল মুম্বই

তবে, সেসব অতীত। তাসখন্দে অপরাজিত থেকে জয়ের মাধ্যমে নিহাল সারিন কার্যত আবারও আন্তর্জাতিক দাবার মঞ্চে নিজের শক্তিশালী অবস্থান কার্যত নিশ্চিত করলেন।

Sports Others sports Sports News Sports Others chess