/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/LAUDA.jpg)
প্রাক্তন কিংবদন্তি ফর্মুলা ওয়ান ড্রাইভার নিকি লাউডা প্রয়াত (ছবি-টুইটার/ ফর্মুলা ওয়ান)
প্রাক্তন কিংবদন্তি ফর্মুলা ওয়ান ড্রাইভার নিকি লাউডা প্রয়াত। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। এদিন সকালেই ফর্মুনা ওয়ান তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লাউডার মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছে।
Rest in peace Niki Lauda.
Forever carried in our hearts, forever immortalised in our history. The motorsport community today mourns the devastating loss of a true legend.
The thoughts of everyone at F1 are with his friends and family. pic.twitter.com/olmnjDaefo
— Formula 1 (@F1) May 21, 2019
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিকি। গতবছর ফুসফুসের সংক্রমণের জন্য আপতকালীন পরিস্থিতিতে তাঁর লাং ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। চলতি বছর জানুয়ারিতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রেসিং কেরিয়ারে লাউডা মারাত্মক চোট আঘাত পেয়েছিলেন। মাথা এবং হাতের একাধিক জায়গা পুড়ে গিয়েছিল। বিষাক্ত ধোঁওয়া শরীরে প্রবেশ করেই তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়েছিল। দু'বার কিডনি ট্রান্সপ্লান্টও করাতে হয়েছিল লাউডাকে। পরিবারের লোকও তাঁকে অঙ্গ দিয়েছিল। তাঁর মৃত্যুতে নিকো রোসবার্গ টুইট করে শোকপ্রকাশ করেছেন।
আরও পড়ুন: Indian cricket team’s full schedule for ICC Cricket World Cup 2019: কবে-কখন আর কোথায় খেলা?
Dear Niki... pic.twitter.com/nsJk2z1qAM
— Nico Rosberg (@nico_rosberg) May 21, 2019
গতির দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন লাউডা। তিনবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লাউডা ২৫টি গ্রাঁ প্রি জিতেছেন ফেরারি, বার্বহ্যাম এবং ম্য়াকলারেনের হয়ে। তিনি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নও (১৯৭৫, ১৭৭৭ ও ১৯৮৪)। ১৯৭৪ সালে স্প্যানিশ গ্রাঁঁ পি দিয়ে তাঁর পথচলা শুরু মোনাকে, বেলজিয়াম, ফ্রান্স, ইউএসএ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, জার্মানি. নেদারল্যান্ডস, সুইডেন, ইতালি, ইউএস পশ্চিম. ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি হয়ে নেদারল্যান্ডসে তাঁর পথচলা শেষ হয়। অবসরের পর লাউডা বিমান পরিষেবাও চালু করেন।
গতির দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন লাউডা। তিনবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লাউডা ২৫টি গ্রাঁ প্রি জিতেছেন ফেরারি, বার্বহ্যাম এবং ম্য়াকলারেনের হয়ে। তিনি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নও (১৯৭৫, ১৭৭৭ ও ১৯৮৪)। ১৯৭৪ সালে স্প্যানিশ গ্রাঁঁ পি দিয়ে তাঁর পথচলা শুরু মোনাকে, বেলজিয়াম, ফ্রান্স, ইউএসএ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, জার্মানি. নেদারল্যান্ডস, সুইডেন, ইতালি, ইউএস পশ্চিম. ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি হয়ে নেদারল্যান্ডসে তাঁর পথচলা শেষ হয়। অবসরের পর লাউডা বিমান পরিষেবাও চালু করেন।
Read full story in English