Nitish Rana and Ayush Badoni's Verbal Spat Disrupts Syed Mushtaq Ali Match: এলএসজি তারকার সঙ্গে মৌখিক বিবাদে জড়িয়ে পড়লেন প্রাক্তন কেকেআর ক্যাপ্টেন। যা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সৈয়দ মুশতাক আলি ট্রফি। আম্পায়ার কোনওরকমে এই বিবাদ ঠেকালেন। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিল্লি এবং উত্তরপ্রদেশের মধ্যে ম্যাচে নীতীশ রানা ও আয়ুশ বাদোনি এই উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে পড়েন।
সৈয়দ মুশতাক আলি ট্রফি ভারতের ঘরোয়া টি২০ টুর্নামেন্ট। তার কোয়ার্টার ফাইনাল শুরুর সঙ্গে সঙ্গেই এই ট্রফি নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে। সর্বশেষ ম্যাচে, উত্তর ভারতের দুই প্রতিদ্বন্দ্বী দিল্লি এবং উত্তর প্রদেশের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। যার সূত্র ধরেই দুই ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল) তারকা চরম বিবাদে জড়িয়ে পড়েন। এঁদের একজন হলেন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ব্যাটার নীতীশ রানা ও বর্তমান লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) তারকা আয়ুশ বাদোনি। উভয়ের মধ্যে সংঘর্ষ হওয়ার উপক্রম হয়েছিল। সেই সময় আম্পায়ার কোনওরকমে তাঁদের ঠেকান।
রানা আগে দিল্লির হয়ে খেলতেন। এখন উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করছেন। দিল্লির অধিনায়ক বাদোনির বিরুদ্ধে তিনি বোলিং করছিলেন। ১৩তম ওভারে, রানা বোলিং করতে গিয়েও সরে আসেন। তার আগে বাদোনি ব্যাটিং করতে গিয়েও বোলিং থামিয়ে একবার সরে দাঁড়ান। যা নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। নন-স্ট্রাইকার এন্ডে এরপর দেখা যায় বাদোনির মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছেন রানা। এতে বিতর্ক চরমে ওঠে। রানাকে দেখা যায় বাদোনির দিকে তেড়ে যেতে। আম্পায়ার মধ্যে হাত বাড়িয়ে তাঁদের ঠেলে দূরে সরানোর চেষ্টা চালান।
কোয়ার্টার ফাইনালে, দিল্লি ২০ ওভারে ৩ উইকেটে তুলেছিল ১৯৩ রান। প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) উইকেট-রক্ষক ব্যাটার অনুজ রাওয়াত ৩৩ বলে ৭৩ রান করেন। রাওয়াত আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটানসের হয়ে খেলবেন। বৃহস্পতিবারের দুই বিতর্কিত খেলোয়াড়ের মধ্যে নীতীশ রানা বহুদিন ধরে আইপিএল খেলছেন। তিনি একজন নির্ভরযোগ্য ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। রানা আইপিএল জয়ী কেকেআরের হয়ে ২০২৪-এ খেলেছেন। তিনি একবছর আগে কেকেআরের নেতৃত্বও দিয়েছিলেন।
আরও পড়ুন- ধোনি কখনও একটা কথাও বলবে না! ৭ বছর পুরনো গোপন বিতর্কে মাহির ওপরে ভরসা কোটিপতি শিল্পপতির
তবে এবারের মেগা নিলামে কেকেআর রানাকে নেয়নি। তিনি ৪.২ কোটি টাকায় রাজস্থান রয়্যালসের কাছে বিক্রি হয়েছেন। আর, বাদোনি এবারে নিলামেই অংশ নেননি। ২৫ বছর বয়সি এই খেলোয়াড়কে এলএসজি ৪ কোটি টাকায় ধরে রেখেছে। তিনি আইপিএল ২০২৫-এও এলএসজির হয়ে মিডল-অর্ডারে খেলবেন। তাঁর সতীর্থ হিসেবে থাকছেন ঋষভ পন্থ, নিকোলাস পুরান, ডেভিড মিলাররা।