Advertisment

পেস বোলিং খেলতে ভয় পেতেন কেকেআর তারকা, ভয় জয়ের গল্প জানুন

ঘরোয়া ক্রিকেটে খেলেন দিল্লির হয়ে। দিল্লির অধিনায়কও তিনি। ২০১৮-য় কেকেআর ছেড়ে গম্ভীর দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন সেই বছরেই রানা কেকেআরে যোগ দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্যর্থতায় আর ভয় পাননা। মাইক হর্ন ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে। এমনটাই জানালেন কেকেআরের তরুণ তুর্কি নীতিশ রানা। বিশ্বকাপ জয়ী ভারতীয় ও জার্মানি ফুটবল দলের মনোবিদের ভূমিকা পালন করেছেন হর্ন। কেকেআরের সংসারেও দেখা গিয়েছে বিখ্যাত এই মনোবিদকে। সেই মনোবিদের ক্লাস করেই উদ্দীপ্ত। এমনটাই জানালেন নীতিশ রানা।

Advertisment

কেকেআরের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নীতিশ রানা জানিয়েছেন, "কেকেআর দলে যোগ দেওয়ার বহু আগেই মাইক হর্নের ইনস্টাগ্রাম পেজ ফলো করতাম। ভাবতাম কীভাবে একজন এত সবকিছু করতে পারেন। শুরুর দিকে পেস বোলিং মোকাবিলা করতে ভয় পেতাম। ভাবতাম কোনোদিন ১৪০ কিমির উপরে বল ফেস করতে পারবো না।"

আরও পড়ুন কেন আইপিএল থেকে সরলেন রায়না, সামনে এল বিস্ফোরক তথ্য

কেমন ছিল হর্নের সেশন? রানা বলেছেন, "যখন ব্যক্তিগতভাবে ওঁর সঙ্গে দেখা করে ক্লাস করলাম, বুঝলাম উনি কোনোদিন ব্যর্থতাকে ভয় পাননি। বরং সেই ব্যর্থতা থেকে পজিটিভ বিষয় বের করে এনেছেন। একজন যখন হারানোর ভয় পায় না, তখন আরো ভালো পারফর্ম করা সম্ভব হয়।"

ঘরোয়া ক্রিকেটে খেলেন দিল্লির হয়ে। দিল্লির অধিনায়কও তিনি। যে মরশুমে ২০১৮-য় কেকেআর ছেড়ে গম্ভীর দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন সেই বছরেই রানা কেকেআরে যোগ দেন।

গত দুই মরশুমে কেকেআরের জার্সিতে চারটে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রানা। তবে আরসিবির বিরুদ্ধে যে ম্যাচে কোহলি ও এবি ডিভিলিয়ার্সকে আউট করেন, সেই ম্যাচকেই কেরিয়ারের সেরা বলছেন তিনি।

সেই ম্যাচের কথা জানাতে গিয়ে কেকেআর তারকা জানান, "আরসিবির বিরুদ্ধে কেকেআরের জার্সিতে অভিষেক মাচটাই আমার কাছে সেরা। ব্যাটে ৩৪ রান করার পাশাপাশি বল হাতে কোহলি, ডিভিলিয়ার্সকেও আউট করি। সেদিন একটা খারাপ শট খেলে আউট হয়ে যাই। দীনেশ কার্তিক আমাকে বলেন, বড় ক্রিকেটার হতে চাইলে ম্যাচ ফিনিশ করে এসো। নতুন একটা দলের হয়ে খেলতে নেমে সেই ম্যাচটা আমার কাছে স্মরণীয় হয়ে রয়েছে।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR IPL
Advertisment