Advertisment

স্মিথ-ওয়ার্নারদের সাজা বহাল রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া

নিজেদের অবস্থান থেকে এক চুলও সরল না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের নির্বাসন বহাল রাখল তারা। স্মিথদের সাজার মেয়াদ কমানোর আবেদন করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)।

author-image
IE Bangla Web Desk
New Update
Warner and Smith

টেস্টের আগেই নির্বাসিত ওয়ার্নার-স্মিথকে ডাকল অস্ট্রেলিয়া (ছবি টুইটার)

নিজেদের অবস্থান থেকে এক চুলও সরল না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের নির্বাসন বহাল রাখল তারা। স্মিথ-ওয়ার্নারদের সাজার মেয়াদ কমানোর আবেদন করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। কিন্তু সেদেশের ক্রিকেট বোর্ড তা খারিজ করে দিয়ে নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকল।

Advertisment

গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল বিকৃত করে অভিযুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও বোলার ব্যানক্রফট। স্মিথ-ওয়ার্নারকে ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ন’মাসের নির্বাসনে ব্যানক্রফট। তিন ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করে সাজা মাথা পেতে নিয়েছিলেন। কেউই সাজা কমানোর কোনও আবেদন করেননি বোর্ডের কাছে। আগামী বছর ২৯ মার্চের পরেই দেশের জার্সিতে নামতে পারবেন তাঁরা। যদিও ব্যানক্রফটের নির্বাসন শেষ হয়ে যাবে ২৯ ডিসেম্বর। এর ফলে আগামী মাসে ইন্ডিয়ার বিরুদ্ধে স্মিথ-ওয়ার্নারদের খেলার আর কোনও সম্ভাবনাই থাকল না।

আরও পড়ুন: শাস্তি কমানোর আবেদন করবেন না স্টিভ স্মিথ-ব্যানক্রফট

সিএ-র অন্তবর্তী প্রধান আর্ল এডিং জানিয়েছেন, “ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড এসিএ-র আবেদন খতিয়ে দেখার পর এই সিদ্ধান্তে এসেছে যে, তিন খেলোয়াড়ের নির্বাসন কমানোর সিদ্ধান্ত যথার্থ হবে না। এ বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করেছে এথিকস সেন্টার। এমনটাই তাদের সুপারিশ। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সুখ্য়াতির কথা মাথায় রেখেই সিএ তাদের সিদ্ধান্ত বলবত রাখছে। স্টিভ-ডেভিড-ক্যামেরন প্রত্যেকেই ক্রিকেটের প্রতি তাঁদের দায়বদ্ধতা প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করছে।  ওদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে যাতে ওদের ফেরার রাস্তাটা মসৃণ হয়। আমাদের এই সিদ্ধান্ত এসিএ-র কাছে হতাশাজনক হতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটের স্বার্থেই আমাদের সঙ্গে এসিএ-র সম্পর্ক মজবুত থাকবে। এবিষয়ে আমরা ওনাদের সঙ্গে বৈঠকে বসার জন্য অপেক্ষায় আছি।”

Cricket Australia David Warner Steve Smith
Advertisment