মঙ্গলবার নয়াদিল্লিতে আইপিএল-এর গর্ভনিং কাউন্সিল ও সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স বৈঠকে বসেছিল। তারা সিদ্ধান্ত নেয় যে, দেশের টুর্নামেন্ট দেশেই থাকছে। বিদেশে সরছে না আইপিএল। ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল টুয়েলভ।
আইপিএল-এর সময় ভারতে লোকসভা নির্বাচনও চলবে। নিরাপত্তার কথা মাথায় রেখে বোর্ডের মাথায় এখন অন্য ভাবনা। হোম-অ্যাওয়ে ফর্ম্যাটের বদলে বিসিসিআই ভাবছে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা। সেক্ষেত্রে ঘরের মাঠে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলতে পারবে। বাকিগুলো তাদের নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে হবে।
আরও পড়ুন: IPL 2019: ভারতেই হচ্ছে টুর্নামেন্ট, প্রথম ম্যাচ ২৩ মার্চ
লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পুণে মিরর-এর রিপোর্ট বলছে যে, বিসিসিআই আইপিএল-এর দ্বাদশ সংস্করণের নির্ঘণ্ট ও সূচি আগামী মাসের ২-৩ তারিখের মধ্যেই ঘোষণা করতে পারে। বোর্ড মনে করছে যে, শেষবারের মতোই লোকসভা নির্বাচন ৭ এপ্রিল থেকে শুরু হতে পারে। সেভাবেই তারা একটা বিকল্প পরিকল্পনার কথা ভাবছে। ফ্র্যাঞ্চাইজিদের মতে আইপিএল দেশের বাইরে চলে যাওয়ার থেকে নিরপেক্ষ ভেন্যুতে খেলা শ্রেয়। বোর্ডের মাথায় পাঁচ-ছ’টি নিরপক্ষ ভেন্যুর ভাবনা রয়েছে।
এই প্রসঙ্গে বিসিসিআই-এর এক আধিকারিক ডিএনএ-কে জানিয়েছে, “আমরা নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এমনটা ভাবছি। শেষ দু’টি নির্বাচনের মতো এবারও যদি কেন্দ্র নিরাপত্তা দিতে অস্বীকার করে তাহলে সমস্যা হবে। সেজন্যই এমনটা পরিকল্পনায় রয়েছে আমাদের। আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে আইপিএল দেশে অনুষ্ঠিত করা। লোকসভা নির্বাচন চললেও বিসিসিআই-এর কাছে ভেন্যু কোনও সমস্যা নয়। দু’দলের সুবিধার কথা মাথায় রেখেই সেই ভেন্যু বেছে নেওয়া হবে। সেক্ষেত্র নির্দিষ্ট রাজ্য়ের সরকারকে নিরাপত্তা দিতে হবে।”