Akram & Shoaib: চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী মঞ্চে নেই পাকিস্তান! ক্ষোভ উগরে দিলেন ওয়াসিম আক্রম ও শোয়েব আখতার

No PCB official was present at the Champions Trophy 2025 final presentation! Former cricketers Wasim Akram and Shoaib Akhtar share their disappointment: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে পাকিস্তান আয়োজক হয়েও মঞ্চে তাদের কোনও প্রতিনিধি ছিল না! বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ওয়াসিম আক্রম ও শোয়েব আখতার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jay Shah & Rohit Sharma: জয় শাহ ও রোহিত শর্মা

Jay Shah & Rohit Sharma: জয় শাহ ও রোহিত শর্মা। (ছবি- আইসিসি)

Champions Trophy Final Snub: Wasim Akram & Shoaib Akhtar Question PCB’s Absence: প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রম ও শোয়েব আখতার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কোনও প্রতিনিধি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। দুবাইয়ে আয়োজিত ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর প্রথমবারের মত ৫০ ওভারের আইসিসি শিরোপা জিতেছে।

Advertisment

যদিও পাকিস্তান ছিল এই টুর্নামেন্টের আয়োজক দেশ, তবে ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বা দেশের কোনও কর্তা উপস্থিত ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওয়াসিম আক্রম বলেন, 'আমার যতদূর জানা, চেয়ারম্যান মোহসিন নকভি অসুস্থ ছিলেন। তবে পিসিবি (PCB)-র পক্ষ থেকে সেখানে ছিলেন চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমেদ সৈয়দ ও আন্তর্জাতিক পরিচালনা বিভাগের কর্তা উসমান ওয়াহলা। কিন্তু, মঞ্চে তাঁদের কাউকেই দেখা যায়নি।'

আক্রম আরও বলেন, 'আমরা আয়োজক দেশ ছিলাম, তাই না? তাহলে পিসিবি-র কেউই কেন মঞ্চে উপস্থিত ছিলেন না? তারা কি আমন্ত্রিত ছিলেন না? আমি জানি না আসল ঘটনাটা কী। তবে বিষয়টি আমার কাছে একেবারেই অদ্ভুত লেগেছে। পাকিস্তানের কোনও না কোনও প্রতিনিধির মঞ্চে থাকা উচিত ছিল, সেটা কাপ দেওয়া হোক বা না হোক। কারও অন্তত সেখানে দাঁড়ানো উচিত ছিল।'

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোহিতদের গায়ে উঠল আইকনিক সাদা ব্লেজার, কেন এই পোশাক পরার রীতি?

Advertisment

শোয়েব আখতারও সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, 'ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। কিন্তু একটি বিষয় ছিল খুবই অদ্ভুত– পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কোনও প্রতিনিধি ছিলেন না। পাকিস্তান ছিল টুর্নামেন্টের আয়োজক, অথচ কোনও পাকিস্তানি কর্তা মঞ্চে ছিলেন না। এটা আমার কাছে একেবারেই অবিশ্বাস্য লেগেছে! ভেবে দেখুন, আমরা টুর্নামেন্ট আয়োজন করলাম, কিন্তু শেষ মুহূর্তে আমাদের কেউই সেখানে ছিলেন না। এটা দেখে সত্যিই খারাপ লাগছে!'

ভারতের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিয়েছেন জয় শাহ 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ ভারতের অধিনায়ক রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন। বিসিসিআই সভাপতি রজার বিনি চ্যাম্পিয়নদেরকে ঐতিহ্যবাহী সাদা ব্লেজার দেন। সেখানে বিসিসিআই সচিব দেবজিত সইকিয়াও উপস্থিত ছিলেন। ভারত নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে না গিয়ে দুবাইতে তাদের গ্রুপপর্বের সব ম্যাচ খেলেছে। ভারত সেমিফাইনাল ও ফাইনালে ওঠায়, দুটো ম্যাচই দুবাইতে হয়েছে। 

Shoaib Akhtar Champions Trophy Indian Cricket Team Wasim Akram Pakistan Cricket Board (PCB)