Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রোহিতদের গায়ে উঠল আইকনিক সাদা ব্লেজার, কেন এই পোশাক পরার রীতি?

After winning the Champions Trophy, Rohit Sharma and Virat Kohli were seen wearing white blazers. চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সাদা ব্লেজ়ারে রোহিত, কোহলিদের দেখা গেল। কেন চ্যাম্পিয়ন দলকে এই ব্লেজ়ার পরতে হয়? জানুন এর ইতিহাস ও বিশেষত্ব!

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Champions Trophy Winner Indian Team: চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দল

Champions Trophy Winner Indian Team: চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দল। (ছবি- বিসিসিআই)

The White Blazer Tradition: Why Champions Don This Special Attire After Victory: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গেল, জয়ের পর রোহিত শর্মাদের পরনে সাদা ব্লেজার। কী বিশেষত্ব, কোথায় তৈরি হয় এই ব্লেজার? কেন হঠাৎ রোহিত শর্মারা সাদা ব্লেজার পরতে গেলেন? এই প্রশ্ন অনেকেরই। মজার বিষয় হল, সব ট্রফিতে কিন্তু ক্রিকেটারদের এমন সাদা ব্লেজার পরতে দেখা যায় না। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সাদা ব্লেজার পরতে হয় চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের। আর, সেই কারণেই ট্রফি হাতে নেওয়ার আগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাদা ব্লেজার পরতে হয়েছে। সেই ব্লেজার পরেই তাঁরা হাতে তুলেছেন  চ্যাম্পিয়ন্স ট্রফি।  

Advertisment

তবে, আগে মানে ২০০৯ সালের পূর্বে এই রীতি কিন্তু, ছিল না। ২০০৯ থেকে এই রীতি চালু করে দক্ষিণ আফ্রিকা। এই সাদা ব্লেজারের অর্থ হল- এটি সাফল্যের প্রতীক। তারপর থেকেই বিশ্বের সেরা একদিনের দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাদা ব্লেজার পরে। সেই রীতি মেনে ২০১৩ সালে ধোনিও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সাদা ব্লেজার পরেছিলেন। এই ব্লেজার গায়ে তুলেছিলেন বিরাট কোহলিও। এরপর ২০১৭-য় পাকিস্তান দলও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সাদা ব্লেজার গায়ে চাপিয়েছিল। এবার ওই ব্লেজার পরে নাচতে দেখা গেল শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিংদের।  

টি-২০ ক্রিকেট এমন কোনও রীতি নেই

টি-২০ ক্রিকেটে অবশ্য এই জাতীয় কোনও রীতি নেই। কিন্তু, টেস্ট ক্রিকেট সিরিজের আগে দু'দলের অধিনায়করা ব্লেজার পরেই টস করেন। সিরিজের মধ্যে অবশ্য তাঁরা জার্সি গায়েই বিভিন্ন ম্যাচে টস করেন। সেদিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারটা একদম আলাদা। যা ২০০৯ থেকে চালু হওয়ার পর এবার, অর্থাৎ ২০২৫ সালেও পালিত হতে দেখা গেল। 

Advertisment

আরও পড়ুন- কোচ ও ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গম্ভীরের! তালিকায় আরও চার জন, কারা তাঁরা?

রবিবার শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে জেতায় ভারত অপরাজিত থেকে এবার এই ট্রফিতে চ্যাম্পিয়ন হল। শেষ ম্যাচ অর্থাৎ ফাইনালে টিম ইন্ডিয়া চার উইকেটে হারাল নিউজিল্যান্ডকে। তার আগে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে ভারত যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছিল। ভারতের হয়ে এরপর ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনি জিতেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল টিম ইন্ডিয়া। এনিয়ে টি-২০ বিশ্বকাপ জয়ের নয় মাসের মধ্যে আরও একটি আইসিসি প্রতিযোগিতা জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বিরাট নজির গড়লেন। 

cricket ICC Champions Trophy Cricket News Indian Cricket Team