Kohli & Rohit’s Retirement: 'অবসরের ব্যাপারে কোনও আলোচনা হয়নি!' কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে খোলসা শুভমান গিলের

Ahead of the Champions Trophy 2025 Final, Shubman Gill denies retirement talks surrounding Virat Kohli & Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে কোহলি-রোহিতের অবসর নিয়ে গুঞ্জন!

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma's retirement: রোহিত শর্মার অবসর

Rohit Sharma's retirement: রোহিত শর্মার অবসর। (ছবি- ফেসবুক)

Shubman Gill Dismisses Retirement Talks on Kohli & Rohit Before Champions Trophy Final!: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন শুভমান গিল। ভারতীয় দলের সহ-অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিলেন, 'ড্রেসিংরুমে অবসর নিয়ে কোনও আলোচনাই হয়নি।' ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা এর আগে টি-২০ বিশ্বকাপ জয়ের পর টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। তারপরই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে তাঁদের একদিনের ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। তবে দলের সহ-অধিনায়ক শুভমান গিল সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে গিল বলেছেন, 'ড্রেসিংরুমে অবসর নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। 

Advertisment

 

Advertisment

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অপরাজিত থাকায় কোহলি ও রোহিতের ভূমিকা

বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই ভারতের অপরাজিত থেকে ফাইনালে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

  • কোহলি: টুর্নামেন্টে ইতিমধ্যে একটি সেঞ্চুরি করেছেন এবং ধারাবাহিকভাবে রান করেছেন।
  • রোহিত: বড় স্কোর না পেলেও, আক্রমণাত্মক ব্যাটিং করে দলের শুরুটা ভালোভাবে সামলেছেন।

ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে শুভমান গিলের মন্তব্য

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে গিল ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'আমি যে ব্যাটিং লাইনআপের অংশ, সেটি সেরা ব্যাটিং ইউনিটগুলোর মধ্যে একটি। রোহিত বিশ্বের অন্যতম সেরা ওপেনার, আর বিরাট কোহলি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে, যা টপ অর্ডারকে আরও খোলাহাতে খেলার সুযোগ দেয়।'

ফাইনালের আগে ভারতের মানসিক প্রস্তুতি

ভারত একদিনের ক্রিকেটে শেষবার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিল। এবার সেই ভুল শুধরে নিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। এই ব্যাপারে গিল বলেছেন, 'আমরা সবাই ফাইনালের জন্য মুখিয়ে আছি। গতবার ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি, এবার সেটা জয়ের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বড় ম্যাচের চাপ থাকবে, তবে যে দল চাপ সামলাতে পারবে, তারাই জিতবে। আমরা এটাকে আর পাঁচটা ম্যাচের মতই নিচ্ছি। ভালো দলগুলো এভাবেই খেলে। আমরা এখানে চারটি ম্যাচ জিতেছি, তাই আমাদের ওপর বাড়তি কোনও চাপ নেই।'

আরও পড়ুন- বৃষ্টিতে ভেস্তে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল?

গিল কিছু বাড়িয়ে বলেননি। তবে, ফাইনাল মানেই চাপ। যেটা হয়তো তিনি গোপন করে যেতে চেয়েছেন। ২০২৩ বিশ্বকাপেও ভারত অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিল। তারপরও ফাইনালে হেরে গিয়েছিল। সেই কারণেই সমর্থকদের স্বাভাবিক প্রশ্ন, ভারত কি পারবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস গড়তে? সেই প্রশ্নের মীমাংসা হবে রবিবার। আর, সেই কারণেই টিম ইন্ডিয়ার সমর্থক থেকে নিন্দুক- সবার নজরই এখন রবিবারের ফাইনালের দিকে।

cricket Virat Kohli Champions Trophy Rohit Sharma Cricket News