T Natarajan in test cricket: ইন্ডিয়া স্টার, একসময় ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজ জয়ের অংশ। সেই টি নটরাজন প্রায় চার বছরে লাল বলের খেলা খেলেননি। অস্ট্রেলিয়ায় আরেকটি বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হতে চলেছে। সেই সময় অস্ট্রেলিয়া সফরে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম নায়ক পেসার টি নটরাজন নিজেই জানিয়েছেন যে তিনি লাল বলের ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছেন। পেসার টি নটরাজন ২০২০/২১ সালে সেই অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্টের সময় ভারতের হয়ে প্রথম এবং একমাত্র টেস্টে খেলেছিলেন। তিনি জানিয়েছেন, গুরুতর চোটের কারণে তিনি লাল বলের ক্রিকেট থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া তাঁর কাছে বিকল্প ছিল না। ৩৩ বছরের নটরাজন জানিয়েছেন, তিনি তাঁর টেস্ট অভিষেকের পর থেকে একটিও প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি।
তাঁর কথায়, 'আমি লাল বলের ক্রিকেট খেলেছি প্রায় চার বছর হয়ে গেছে। এটা এমন নয় যে আমি লাল বলের ক্রিকেট খেলতে চাই না। তবে আমি মনে করি যে এটি আমার কাজের চাপকে বাড়িয়ে দেয়। এই মুহূর্তে, আমি লাল বলের ক্রিকেট এড়িয়ে চলেছি। কারণ, খেলার চাপ বেশি হলে আমার হাঁটুতে সমস্যা হয়। তাই, আমি খেলা বন্ধ করে দিয়েছি।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে নটরাজন তিনটি উইকেট নিয়েছিলেন। তিনি জানিয়েছেন যে আপাতত শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করছেন। লাল বলের ক্রিকেটের প্রতি যদিও তাঁর ভালোবাসা অনেক বেশি। কিন্তু, স্রেফ শরীরের জন্য তিনি সাদা বলের খেলাকেই নিরাপদ বলে ভেবে নিয়েছেন। এই ব্যাপারে নটরাজন বলেন, 'আমি সাদা বলের ক্রিকেটের চেয়ে লাল বলের ক্রিকেট বেশি পছন্দ করি। পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা হলে আমি কয়েক বছর পর লাল বলের ক্রিকেট খেলব। আমি যদি আগামী দুই বছর ভালোভাবে অনুশীলন করি, তাহলে আমার লাল বলের ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে।'
আরও পড়ুন- IPL-এ বড় U-টার্ন ভারতের ধনীতম ব্যক্তির! মেগা ফ্র্যাঞ্চাইজি না কেনাতেই মনস্থির ধনকুবেরের
সাদা বলের ক্রিকেটে, নটরাজন আইপিএল ২০২৪-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। তাঁর সর্বকালের সর্বোচ্চ স্কোরিং আইপিএল টুর্নামেন্টগুলির মধ্যে একটিতে। সেই পারফরম্যান্স এসেছে এবারই। নটরাজন ১৪ ম্যাচে ৯.০৫ ইকোনমি রেটে ১৯ উইকেট নিয়েছেন। শুধু টেস্ট ম্যাচই নয়। নটরাজন ভারতের হয়ে দুটি একদিনের ম্যাচ বা ওডিআই এবং চারটি টি-২০ ম্যাচও খেলেছেন।