গুয়াহাটিতে কেরিয়ারের ৩৬ তম সেঞ্চুরি করার পরে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন যে, আর কয়েক’টা বছর তিনি ক্রিকেট খেলতে চান। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের বক্তব্যে সোরগোল পড়ে গিয়েছিল ক্রিকেট মহলে। কিন্তু কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়ে দিলেন যে, কোহলির অবসরের কোনও ভাবনা নেই। আরও ১০ বছর ক্রিকেট খেলবে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্যাটসম্যান।
কোহলির অবসরের প্রসঙ্গে ইন্ডিয়া নিউজকে এক সাক্ষাৎকার দিয়েছেন রাজকুমার। ও বলতে চেয়েছিল তিনি বললেন, “আমার মনে হয় না যে, ও কথাটা ওভাবে বলতে চেয়েছিল। ও বোঝাতে চেয়েছিল যে. ওর মধ্যে আরও পাঁচ-সাত বছর ক্রিকেট আছে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি আরও ১০ বছর ভারতের হয়ে ও খেলবে বিরাট। চল্লিশের আগে ও অবসর নেবে না। ওর মধ্যে রানের অসম্ভব খিদে রয়েছে। তার আগে ও তৃপ্ত হবে না। ও কোথাও যাবে না। চোট-আঘাতের কোনও চিন্তা নেই ওর।”
আরও পড়ুন: চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোহলি, কী বললেন ম্যাচের পর!
কোহলি চলতি বছর চোট-আঘাতের জন্য বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ও ফাইনাল ম্যাচে নামা হয়নি তাঁর। রোহিত শর্মার হাতে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছিল। এরপর নিদাহাস ট্রফিতেও খেলা হয়নি বিরাটের। জানিয়েছিলেন যে, তিন সপ্তাহ ব্যাট ধরতে পারেননি চোটের জন্য়। এমনকি আইপিএল-এর সময় চোট পাওয়ায় সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে পারেননি কোহলি। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও পিঠের যন্ত্রণায় ভুগতে হয়েছিল তাঁকে। ধারাবাহিক ক্রিকেটে তিনি ক্লান্ত হয়ে পড়েন। এশিয়া কাপ থেকেও বিশ্রাম নেন। এসবের জন্যই আরও মনে করা হচ্ছিল যে, কোহলি তাঁর কেরিয়ার দীর্ঘায়িত করতে চান না।
চলতি বছর কোহলির পরিসংখ্যান বলছে তিনি অসাধারণ ফর্মেই রয়েছেন! ওয়ান-ডে ক্রিকেটে ১০০০০ রানের দোরগোড়ায় তিনি। মাত্র ১০ ম্যাচ খেলে ৮৮৯ রান করা হয়ে গিয়েছে তাঁর। ২০১৮-তে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ইংল্যান্ডের ত্রয়ী জনি বেয়ারস্টো, জো রুট ও জেসন রয় রয়েছেন এই তালিকায়।