Yuvraj Singh on MS Dhoni's captaincy: সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, এমএস ধোনিরা নন। ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ধারণা, টিম ইন্ডিয়ার সেরা অধিনায়ক হলেন অনিল কুম্বলে। যুবরাজকে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম বলেই ধরা হয়। খেলোয়াড় জীবনে তিনি সৌরভ গাঙ্গুলির অত্যন্ত ঘনিষ্ঠ খেলোয়াড় বলে পরিচিত ছিলেন। সৌরভ পরবর্তী অধ্যায়েও তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। ২০০৭ টি২০ এবং ২০১১ একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন যুবরাজ। দলকে এই দুই আইসিসি ট্রফি জেতাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই যুবরাজই এক পডকাস্টে তাঁর দেখা সেরা অধিনায়কের ব্যাপারে মুখ খুলেছেন।
খেলোয়াড় জীবনে ব্যাটিংয়ের পাশাপাশি যুবরাজের ফিল্ডিংও ছিল নজরকাড়া। ২০১১ বিশ্বকাপে ১৫টি উইকেট নিয়েছিলেন। তাঁর সেই অলরাউন্ড দক্ষতা ভারতকে সেবার বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল। তবে, সৌরভের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকলেও যুবরাজের বড় সাফল্যগুলো কিন্তু এসেছে ধোনির অধিনায়কত্বে।
তবে যুবরাজের ধারণা, ধোনির চেয়েও কুম্বলে অনেক ভালো অধিনায়ক। এই ব্যাপারে তিনি পডকাস্টে বলেছেন, 'আমরা অস্ট্রেলিয়ায় আসার পর কুম্বলেকে টেস্ট অধিনায়ক করা হয়। কুম্বলে এমন একজন লোক, যিনি কঠিন পরিস্থিতিতে সামনে এগিয়ে দলকে নেতৃত্ব দিতেন। যখন অন্য বোলার মার খাচ্ছে, তিনি এগিয়ে যেতেন। যখন ব্যাটাররা পারছে না, তিনি ব্যাট করতে নেমে যেতেন। এই মনোভাবটা একজন সেরা নেতার মধ্যেই থাকে। যেমনটা রিকি পন্টিংয়ের ছিল। কঠিন পরিস্থিতিতে অন্য কাউকে ঠেলত না। নিজেই সামনে এগিয়ে যেত।'
আরও পড়ুন- প্রথম দিন হয়ত মাঠে বলই গড়াবে না, কানপুর টেস্টের আগেই আছড়ে পড়ল ভয়াবহ দুঃসংবাদ
এই পডকাস্টে শুধু কুম্বলেই নন। সৌরভ আর ধোনির ব্যাপারেও মুখ খুলেছেন যুবরাজ। প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, 'সৌরভ ছিল আক্রমণাত্মক অধিনায়ক। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর, ধোনির যেটা বড় গুণ ছিল, সেটা হল ও একাধিক প্ল্যান করে রাখত। একটা প্ল্যান কাজ না করলে অন্য প্ল্যান কাজে লাগাত। সেই কারণে ও বাকিদের চেয়ে ছিল একদম আলাদা।'
এই ব্যাপারে আরও খোলসা করে যুবরাজ বলেছেন, 'আমি যখন দলে ঢুকলাম, তখন সৌরভ অধিনায়ক। ও আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অনেক সুযোগ দিয়েছে। সেই সময় আমি, শেওয়াগ, ভাজ্জি, জাহির খান- কেউই দলে নিয়মিত ছিলাম না। ও কিন্তু, আমাদের ছেড়ে দেয়নি। আমাদের সঙ্গে লেগে থাকত। কারণ, ও জানত যে এই ছেলেরা পরবর্তী সময়ে ম্যাচ জেতাতে পারবে।'