/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Virat-Kohli-slammed-for-ill-timed-Twitter-post-amid-outrage-over-Pulwama-tragedy.jpg)
পুলওয়ামার বদলে প্রমোশনল টুইট! কোহলির উইকেট ছিটকে দিল নেটিজেনরা (ছবি-টুইটার)
পুলওয়ামার বদলে প্রমোশনল টুইট! কী করে এমনটা করতে পারেন বিরাট কোহলি? এই মর্মেই ভারত অধিনায়ককে ধুয়ে দিল টুইটার। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকায় গত বৃহস্পতিবার দুপরে ভয়াবহ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে মৃত্যু হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন জওয়ানের।
এই ঘটনার পর দেশের একাধিক ক্রিকেটার ও সেলেবরা টুইটারে শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করতে শুরু করে দনে। অথচ কাশ্মীর হামলার প্রায় ছ'ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও কোহলি এই ইস্যুতে একটি কথা না-লিখেই, করলেন একটি প্রমোশনল টুইট। যা দেখে মেজাজ ঠিক রাখতে পারল না টুইটার। টুইটারাত্তিদের আক্রমণের মুখে পড়লেন বিরাট।
আরও পড়ুন: ‘টেবিলে নয়, যুদ্ধক্ষেত্রে আলোচনায় বসার সময় এসেছে’
Paisa hi sab kuch nhi hota Virat
Jis desh me rehte ho, iss time uss desh k jawano par tweet karna jyada important tha
Sorry but this is not the right time to post that
— Aparna ???????? (@Jayaa_IND) February 14, 2019
Em ayindi. Tweet unavailable
— Π€ (@kaiser_kohli) February 14, 2019
Shame on virat Kohli not single tweet about 45 martyer indian army personnel.
— Mukesh Pasi (@MukeshPasi12) February 14, 2019
Virat aapke team sea jo bhi aapka Social Media Account handle karta hai
Wo Bahut Bada Pagal hai— Raja ❤️ (@RaghurajPrSingh) February 14, 2019
অপর্ণা নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, "বিরাট পয়সাটাই সব নয়। সে দেশে তুমি থাকো সেই দেশের জওয়ানদের নিয়ে টুইট করা অনেক গুরুত্বপূর্ণ। তুমি ভুল সময় টুইট করেছো।" সাক্ষী ত্রিপাঠী নামে একজন লিখলেন. "স্যার আপনি ভারতীয়। আজকের ঘটনায় আপনার সমবেদনা জানানো উচিত।" যদিও এসব দেখে কোহলির টিম সেই টুইট ডিলিট করে দেয়। যদিও সেই মুছে দেওয়া টুইটেরও প্রিন্টস্ক্রিন নিয়ে রাখেন অনেকে। তাঁরা সেটা পোস্ট করেই লেখেন, কোহলি টুইট সরিয়ে দিয়েছে।"
I'm shocked after hearing about the attack in Pulwama, heartfelt condolences to the martyred soldiers & prayers for the speedy recovery of the injured jawaans.
— Virat Kohli (@imVkohli) February 15, 2019
কোহলি শুক্রবার অর্থাৎ আজ টুইট করে তাঁর সমবেদনা জানিয়েছেন পুলওয়ামার নিহত জওয়ানদের প্রতি।