Advertisment

বিশেষ দিনে রীতিকাকে কী বললেন রোহিত?

২০১৫ সালের ১৩ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন রোহিত শর্মা ও রীতিকা সজদে। দেখতে দেখতে চার বছর একসঙ্গে কাটিয়ে দিলেন টিম ইন্ডিয়ার স্টার ওপেনার ও তাঁর স্ত্রী। শুক্রবার চতুর্থ বিবাহবার্ষিকী রোহিত-রীতিকার।

author-image
IE Bangla Web Desk
New Update
"Nothing Can Be Better": Rohit Posts Anniversary Wish For Ritika 170656

এর চেয়ে ভাল আর কিছুই হতে পারত না, বিশেষ দিনে রীতিকাকে বললেন রোহিত (ছবি-রোহিত শর্মার টুইটার থেকে)

২০১৫ সালের ১৩ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন রোহিত শর্মা ও রীতিকা সজদে। দেখতে দেখতে চার বছর একসঙ্গে কাটিয়ে দিলেন টিম ইন্ডিয়ার স্টার ওপেনার ও তাঁর স্ত্রী। শুক্রবার চতুর্থ বিবাহবার্ষিকী রোহিত-রীতিকার।

Advertisment

টুইটারে এদিন ভালবাসার কথা ব্য়ক্ত করলেন হিটম্য়ান। সোশাল মিডিয়ায় মন ছুঁয়ে যাওয়ার মতো পোস্ট করলেন তাঁর মেয়ের মা'র জন্য়। রোহিত লিখলেন, " জীবনে তোমাকে ছা়ড়া এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি না। এর চেয়ে ভাল আর কিছুই হতে পারত না। আই লাভ ইউ রীতিকা।"

আরও পড়ুন-ভিডিও: মেয়ের দৃষ্টি আকর্ষণের জন্য় রোহিতের কীর্তি দেখুন

প্রায় ছ'বছর একসঙ্গে ডেটিং করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত-রীতিকা। এখন তাঁদের একটি ফুটফুটে কন্য়া সন্তানও রয়েছে। যার বয়স একও হয়নি।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-২০ ম্য়াচে ঝলসে উঠেছিল রোহিতের ব্য়াট। নিজের ঘরের মাঠে হিটম্য়ান বুঝিয়ে দিয়েছিলেন কেন তিনি সাদা বলের সুলতান। প্রথম দু'ম্যাচ ব্য়র্থ হওয়ার পর রোহিত ওয়াংখেড়েতে ছন্দে ফিরেছিলেন।

আরও পড়ুন-IPL 2020 auction: কলকাতায় ৩৩২ জন খেলোয়াড় উঠছেন নিলামে, রইল সম্পূর্ণ তালিকা

৩৪ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। প্রথম উইকেটে কেএল রাহুলের সঙ্গে ১৩৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। ভারতকে ৬৭ রানে ম্য়াচ জিতিয়ে সিরিজ পকেটে পুরতে সাহায্য় করেন তিনি।

cricket BCCI Rohit Sharma
Advertisment