উইম্বলডন: রাজা রজারকে হারিয়ে ফাইনালে শেষ হাসি জোকারের

রবিবাসরীয় ইংল্য়ান্ড বিভক্ত ছিল দুভাগে। একই দেশের দুই প্রান্ত মেতেছিল দুই স্পোর্টিং ইভেন্টের মেগাফাইনালে। একদিকে লর্ডসে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। অন্য়দিকে অল ইংল্য়ান্ড ক্লাবে উইম্বলডন ফাইনাল। দু'টোরই পরিণতি প্রায় একই হলো।

রবিবাসরীয় ইংল্য়ান্ড বিভক্ত ছিল দুভাগে। একই দেশের দুই প্রান্ত মেতেছিল দুই স্পোর্টিং ইভেন্টের মেগাফাইনালে। একদিকে লর্ডসে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। অন্য়দিকে অল ইংল্য়ান্ড ক্লাবে উইম্বলডন ফাইনাল। দু'টোরই পরিণতি প্রায় একই হলো।

author-image
IE Bangla Web Desk
New Update
Novak Djokovic beats Roger Federer in Wimbledon 2019

রাজা রজারকে হারিয়ে ফাইনালে শেষ হাসি জোকারের

রবিবাসরীয় ইংল্য়ান্ড বিভক্ত ছিল দুভাগে। একই দেশের দুই প্রান্ত মেতেছিল দুই স্পোর্টিং ইভেন্টের মেগাফাইনালে। একদিকে লর্ডসে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। অন্য়দিকে অল ইংল্য়ান্ড ক্লাবে উইম্বলডন ফাইনাল। দু'টোরই পরিণতি প্রায় একই হলো। রুদ্ধশ্বাস ম্য়াচে নিউজিল্য়ান্ডকে হারিয়ে প্রথমাবারের জন্য় বিশ্বচ্য়াম্পিয়ন হল ইংল্য়ান্ড। অন্য়দিকে উইম্বলডনের ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে শেষ হাসি হাসলেন নোভাক জকোভিচ।

Advertisment

Advertisment

উইম্বলডনের পুরুষ সিঙ্গলস দেখল ইতিহাসের সবচেয়ে লম্বা ফাইনাল। ম্য়াচের ভাগ্য় নির্ধারণ হল ৪ ঘণ্টা ৫৭ মিনিটে। সার্বিয়ান স্টার সুইস রাজপুত্রকে হারালেন ৭-৬, ১-৬, ৭-৬-৪-৬-১৩-১২ সেটে। ৭১ বছরের ইতিহাসে জকোভিচ প্রথম খেলোয়াড় যিনি ম্য়াচ পয়েন্টে পিছিয়ে থেকেও খেতাব জিতলেন। আর এই প্রথমবার ফাইনাল সেটের ফয়সলা হলো টাইব্রেকে। জকোভিচ তাঁর কেরিয়ারে ব্য়াক-টু-ব্য়াক ও সর্বমোট পঞ্চম উইম্বলডন জিতলেন। ২০১১, ২০১৪, ২০১৫-র পর তিনি ফের ২০১৮ ও ২০১৯ সালে টেনিসের এই ঐতিহ্য়বাহী গ্র্য়ান্ড স্লাম জিতলেন তিনি। কেরিয়ারের ১৬ নম্বর গ্র্যান্ডস্লাম এল তাঁর।

আরও পড়ুন: জয়ের পর ‘অবাক’ ফেডেরার, কেরিয়ারের অন্য়তম ফেভারিট হিসেবে বাছলেন এই ম্য়াচকে

Novak Djokovic Roger Federer