Advertisment

Sania Mirza: বিয়ে ভাঙার দিনেই সানিয়াকে 'অফার' কিংবদন্তি বিদেশির! ভারতে আসতে মুখিয়ে গ্লোবাল সুপারস্টার

Sania Mirza-Novak Djokovic: সানিয়া বর্তমানে অস্ট্রেলিয়ান ওপেনের সম্প্রচারকারী সংস্থার বিশ্লেষক হিসেবে কাজ করছেন। আর, সেখানেই, তিনি সাক্ষাৎকার নেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক, বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের। তারপরেই জোকারের প্ল্যানিং জানা যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sania Mirza, Sania Mirza divorce, Sania Mirza Shoaib Malik

Sania Mirza: অস্ট্রেলিয়া ওপেন চলাকালীনই সানিয়াকে নিজের ইচ্ছার কথা জানালেন কিংবদন্তি নোভাক জকোভিচ (টুইটার)

Sania Mirza and Novak Djokovic: শনিবারই প্রকাশ্যে আসে সানিয়া মির্জার বিয়ে ভাঙার খবর। জানা যায়, সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক (Shoaib Malik) তাঁর তৃতীয় বিয়ে করেছেন। আর, তারপরই জানা যায় যে সানিয়া মির্জা নাকি আগেই শোয়েব মালিককে 'খুলা'-র মাধ্যমে বিচ্ছিন্ন করেছেন। এরপরই জানা গেল, কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সানিয়া মির্জার।

Advertisment

আরও পড়ুন- তিন তালাকের আগেই তিন নম্বর বিয়ে! সানিয়ার সঙ্গে বিবাহিত জীবনেও শোয়েব জড়িয়েছেন পরপর পরকীয়ায়

সানিয়া বর্তমানে অস্ট্রেলিয়ান ওপেনের সম্প্রচারকারী সংস্থার বিশ্লেষক হিসেবে কাজ করছেন। আর, সেখানেই, তিনি সাক্ষাৎকার নেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক, বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের। সেখানে সানিয়া মির্জার সঙ্গে একটি চ্যাটে নোভাক জোকোভিচ বলেছেন যে তিনি চান ভারতের শিশুরা সানিয়াকে দেখে এগিয়ে আসুক। টেনিসকে পেশা হিসাবে গ্রহণ করুক।

আরও পড়ুন- তিন তালাকেই হয়ত শেষ শোয়েব-সানিয়া সম্পর্ক! অভিনেত্রীকে নিকাহ করে নতুন ইনিংসে পাক ক্রিকেটার

আন্তর্জাতিক দুনিয়ার অন্যতম টেনিস কিংবদন্তি জোকোভিচ বলেছেন, 'আমি ভারতে কিছু উন্নয়ন কর্মসূচির অংশ হতে চাই। এমন কর্মসূচি, যা বিশেষ করে শিশুদের বিকাশের জন্য নেওয়া হয়েছে। এই ব্যাপারে আমি খুবই আগ্রহী। আমাদের ভিতের ভিত্তির জন্য আমি আসলে কিছু করতে চাই। আমি চাই যাতে আরও অনেক শিশু ব়্যাকেট ধরতে এবং টেনিস খেলতে এগিয়ে আসে। একজন টেনিস খেলোয়াড় হওয়ার জন্যই আমি এমনটা চাই। কারণ, এমনটা হতে দেখলে আমার মন আনন্দে ভরে যাবে।'

আরও পড়ুন- শোয়েব নয়, একতরফা ডিভোর্স দিয়েছেন সানিয়াই! বিস্ফোরক তথ্য সামনে আনলেন ক্রিকেটারের শ্বশুর

কেন তিনি এই ব্যাপারে ভারতকেই বেছে নিতে চান, তা-ও খোলসা করেছিলেন টেনিস কিংবদন্তি। আগের এক সাক্ষাত্কারে জোকোভিচ বলেছিলেন যে তিনি বিরাট কোহলিকে অত্যন্ত পছন্দ করেন। সেই সূত্র ধরেই এবার তিনি বলেন,'আমি মনে করি ভারতের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। আমি সেখানকার মানুষকে ভালোবাসি। তাঁরাও আমার প্রতি খুবই সদয়। ভারতীয়রা বিশ্বের সবচেয়ে প্রকৃত এবং ভদ্র মানুষদের অন্যতম। তাঁরা তাঁদের খেলা পছন্দ করে। স্পষ্টতই ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু, আমি যেমনটা বুঝি, টেনিসকেও তাঁরা অত্যন্ত পছন্দ করেন।'

আরও পড়ুন- বিয়ের আংটি খুলে শোয়েবকে নিকাহ, ধোয়া তুলসি পাতা নন সানিয়াও! বিধর্মী অভিনেতার সঙ্গেও ছিল সম্পর্ক

জোকোভিচ ২০১৪ সালে নয়াদিল্লিতে রজার ফেডেরার ও অন্যান্য টেনিস কিংবদন্তির সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচের কথাও স্মরণ করেছেন। রবিবার অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪-এর চতুর্থ রাউন্ডে জোকোভিচ ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোর মুখোমুখি হবেন। তার আগে তিনি বলেন, 'আশা করি, আমার সামনে অনেক বছর আছে, যাতে আমি আপনার সুন্দর দেশে আরও বেশি সময় কাটাতে পারি। আর, আমরা আরও শিশুদের টেনিস খেলানোর লক্ষ্যে কাজ করতে পারি।'

Novak Djokovic tennis Sania Mirza Sports News Sports Others
Advertisment