Novak Djokovic: উইম্বলডন হারতেই হৃদয় চুরমার জোকোভিচের! অবসর নিয়ে করলেন বড় মন্তব্য

Novak Djokovic Wimbledon 2025: ২০২৫ উইম্বলডন টুর্নামেন্ট থেকে অবশেষে বিদায় নিলেন সার্বিয়ার টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ। সেমিফাইনাল ম্য়াচে তিনি ইটালির জেনিক সিনারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন।

Novak Djokovic Wimbledon 2025: ২০২৫ উইম্বলডন টুর্নামেন্ট থেকে অবশেষে বিদায় নিলেন সার্বিয়ার টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ। সেমিফাইনাল ম্য়াচে তিনি ইটালির জেনিক সিনারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Novak Djokovic

সার্বিয়ার টেনিস কিংবদন্তী নোভাক জোকোভিচ

Novak Djokovic: ২০২৫ উইম্বলডন (Wimbledon 2025) টুর্নামেন্ট থেকে অবশেষে বিদায় নিলেন সার্বিয়ার টেনিস (Tennis) কিংবদন্তী নোভাক জোকোভিচ। সেমিফাইনাল ম্য়াচে তিনি ইটালির জেনিক সিনারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ম্য়াচের শুরু থেকেই সিনারের দাপট ছিল অব্যাহত। তিনটে স্ট্রেট সেটেই এই ম্য়াচটি তিনি নিজের পকেটে পুরে নেন। এই স্মরণীয় জয়ের পাশাপাশি সিনার চলতি টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছেন। অন্তিম লড়াইয়ে তাঁকে স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজের বিরুদ্ধে খেলতে হবে। শোনা যাচ্ছিল, এটাই নাকি জোকোভিচের বর্ণাঢ্য কেরিয়ারে শেষ উইম্বলডন টুর্নামেন্ট হতে চলেছে। তবে পরাজয়ের পর এই ব্যাপারে বড়সড় মন্তব্য করলেন জোকোভিচ। কী বললেন জোকার, আসুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

চলতি বছরের তৃতীয় সেমিফাইনালে পরাস্ত জোকোভিচ

Advertisment

২০২৫ সালে নোভাক জোকোভিচ তিন গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু, একবারও তিনি ফাইনালের টিকিট কনফার্ম করতে পারেননি। ২০২৫ উইম্বলডনে তাঁর সামনে জেনিক সিনারের কড়া চ্যালেঞ্জ ছিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে আন্তর্জাতিক টেনিস ব়্যাঙ্কিংয়ে সিনার শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছেন। যাইহোক, জোকোভিচ এবং সিনারের মধ্যে প্রায় ১ ঘণ্টা ৫৫ মিনিট ধরে হাড্ডাহাড্ডি লড়াই করবে। এই লড়াইয়ে পর 'জোকার' ৬-৩, ৬-৩, ৬-৪ ব্যবধানে হেরে যান। ছিটকে যান ফাইনালের দৌড় থেকেও। অন্যদিকে, এই প্রথমবার উইম্বলডন ফাইনালে সিনার স্প্যানিশ টেনিস তারকা আলকারাজের বিরুদ্ধে খেলতে নামবেন।

Radhika Yadav Murder Case: মিউজিক ভিডিওর 'ঘনিষ্ঠ দৃশ্য', মুসলিম গায়কের মাখামাখি! রাধিকার মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়

চোটের কারণে অনুশীলন করতে পারেননি জোকোভিচ

Advertisment

কোয়ার্টার ফাইনাল ম্য়াচে নোভাক জোকোভিচ জয়লাভ করেছিলেন বটে, কিন্তু খেলা চলাকালীন তিনি মারাত্মক চোট পেয়েছিল। এই চোট যে কতখানি গুরুতর, সেটা সিনারের বিরুদ্ধে খেলার সময়ই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল। জোকোভিচ অষ্টম উইম্বলডন খেতাবের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু, চোটের কারণে সেমিফাইনাল ম্য়াচের আগে তিনি অনুশীলনও করতে পারেননি।

Novak Djokovic: সেমির লড়াইয়ে হারতেই হৃদয় চুরমার জোকোভিচের! অবসর নিয়ে করলেন বড় মন্তব্য

এটাই কি জোকোভিচের শেষ উইম্বলডন খেতাব?

এই টুর্নামেন্টে নোভাক জোকোভিচের যাত্রা হয়ত শেষ হয়ে গিয়েছে। কিন্তু, ইতিমধ্যে টেনিস সমর্থকদের মনে একটি অন্য প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। এটাই কি জোকোভিচের কেরিয়ারে শেষ উইম্বলডন টুর্নামেন্ট ছিল?  অবসর সংক্রান্ত যাবতীয় জল্পনার অবসান জোকোভিচ অবশ্য নিজেই করে দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই তাঁর সফর শেষ হয়নি। নোভাকের কথায়, 'এখনই উইম্বলডন কেরিয়ারে যবনিকা টানার কোনও ইচ্ছে আমার নেই। আমি আরও একবার ফিরে আসতে চাই।'

tennis Wimbledon 2025 Novak Djokovic