Radhika Yadav: টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের হত্যা (Murder) রহস্যে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। সম্প্রতি, রাধিকা একটি মিউজিক ভিডিও করেছিলেন। সেই ভিডিওর গায়ক ইনাম উল হক বলেছেন, রাধিকা নাকি জানিয়েছিলেন যে এই মিউজিক ভিডিও দেখে তাঁর বাবা যারপরনাই উচ্ছ্বসিত হয়েছিলেন। এই ভিডিওটির প্রোডিউসার ছিলেন জিশান আহমেদ। বছরখানেক আগে LLF রেকর্ডস এই ভিডিওটি রিলিজ করেছিল।
এনডিটিভি-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গায়ক ইনাম জানিয়েছেন, মিউজিক ভিডিওতে রাধিকার সঙ্গে তাঁকেও দেখতে পাওয়া গিয়েছে। এই গানটা তিনিই গেয়েছেন। ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন, মিউজিক ভিডিওর কারণেই রাধিকাকে হত্যা করা হয়েছে। তবে যাবতীয় অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন ইনাম।
মিউজিক ভিডিওর স্মৃতি হাতড়াতে গিয়ে ইনাম বললেন, 'রাধিকা ওঁর মায়ের সঙ্গে সেটে এসেছিলেন।'
বাবার অনুমতি নিয়েই ভিডিও করেছিল রাধিকা
ইনামের কথায়, রাধিকা যাদব নিজেই তাঁকে জানিয়েছিলেন যে এই মিউজিক ভিডিও দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন ওঁর বাবা। এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয়েই যায়, বাবার অনুমতি নিয়েই রাধিকা এই মিউজিক ভিডিওয় কাজ করেছিলেন। অন্যদিকে, মায়ের অনুমতি না থাকলে তিনিও শ্যুটিং সেটে কখনই আসতেন না। তিনিও মেয়ের সঙ্গে ওই ভিডিওর শ্যুটিং দেখতে এসেছিলেন।
জানা গিয়েছে, প্রায় ৩ বছর আগে টেনিস প্রিমিয়ার লিগের একটি ম্য়াচ চলাকালীন ইনামের সঙ্গে দেখা হয়েছিল রাধিকার। প্রথম পরিচয়ে খুব একটা বেশি কথাবার্তা হয়নি। ইনামের কথায়, রাধিকার পরিবারের কাউকেই চিনতেন না তিনি। সেকারণে শুরুর দিকে বন্ধুত্বও গড়েও ওঠেনি। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, এই ভিডিও নিয়ে রাধিকার বাবার নাকি যথেষ্ট আপত্তি ছিল। এমনকী, সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও সরানোর জন্যও নাকি চাপ দিতেন তিনি। যদিও এই অভিযোগ কার্যত মিথ্যা বলে উড়িয়ে দেন ইনাম।
Actress Father Shot: শুটআউট @ ক্লিনিক! রোগী সেজে চিকিৎসককে গুলি, সংকটজনক জনপ্রিয় অভিনেত্রীর বাবা
ভিডিওয় ইনাম-রাধিকার বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য
এই ভিডিওর বেশ কয়েকটি দৃশ্যে রাধিকা এবং ইনামকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। ইনামের কথায়, 'রাধিকা তাঁর প্রথম মিউজিক ভিডিওয় যেভাবে কাজ করেছিলেন, তাতে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে ওঁর মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব রয়েছে। যদিও তা সত্ত্বেও এই ভিডিওয় রাধিকা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। ভিডিওর প্রোমোশনে আর রাধিকাকে দেখতে পাওয়া যায়। এরপর একজন ইনস্টা তারকার মারফৎ জানতে পারি যে রাধিকা যাদবের দাদা মারা গিয়েছে। আমি ভেবেছিলাম, সেকারণেই হয়ত উনি এই ভিডিওর প্রচারে আসতে পারেননি।'
TMC leader shot dead:শওকত ঘনিষ্ঠ তৃণমূলের ডাকাবুকো নেতাকে গুলি করে কুপিয়ে খুন, অশান্তির স্রোত ভাঙড়ে
টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে হত্যা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগে গুরগাঁওয়ের (Gurgaon) সুশান্ত লোক এলাকায় টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে, মৃতার বাবা দীপক যাদবকে (৪৯) ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে, দীপক যাদব নাকি ইতিমধ্যে এই ঘটনার কথা নিজের মুখে স্বীকার করেছেন।
Tennis Player Shot Dead: তরুণীকে লক্ষ্য় করে পর পর গুলি! বাবার হাতেই খুন জনপ্রিয় টেনিস তারকা
পুলিশ সূত্রের খবর, রাধিকার পিঠে ৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল। এরমধ্যে তিনটে তাঁর পিঠে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও ময়না তদন্তের রিপোর্ট বলছে, রাধিকার শরীর থেকে নাকি চারটে কার্তুজ উদ্ধার করা হয়েছে।
Tennis Player Murder: রান্নাঘরে ঢুকে পর পর গুলি, ঝাঁঝরা রাধিকার শরীর, কেন মেয়েকে খুন করলেন বাবা?
পুলিশ জানিয়েছেন, দীপক যাদব ইতিমধ্যেই তাঁর দোষ কবুল করেছেন। প্রতিবেশীরা তাঁকে খোঁটা দিতেন যে মেয়ের উপার্জনেই নাকি তাঁর দিন গুজরান হচ্ছে। আর সেই রাগেই তিনি গুলি চালিয়েছেন। তবে পুলিশের অপর একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, রাধিকা যে টেনিস অ্যাকাডেমি চালাতেন, সেটা নিয়েই বাবা-মেয়ের মধ্যে ঝামেলা লেগেছিল।