ঠিক ১০ মাস আগে জ্যাভলিন ছুঁড়ে সোনার ইতিহাস লিখেছিলেন। টোকিও অলিম্পিকের সোনার ছেলে নীরজ চোপড়া আবার শিরোনামে এলেন। এবার জাতীয় রেকর্ড ভেঙে তছনছ করে দিলেন হরিয়ানার নীরজ। বহু প্রতীক্ষীত আন্তর্জাতিক ট্র্যাকে নেমেই এর পর ইতিহাস গড়লেন নীরজ। মঙ্গলবার তুর্কুতে গগনভেদী বর্শা ছুঁড়ে জাতীয় রেকর্ড ভাঙলেন।
ফিনল্যান্ডের এই শহরকে জ্যাভলিনের আধ্যাত্মিক শহর বলা হয়। আর সেই শহরেই আন্তর্জাতিক মিটে ১০ মাস পর নেমে রেকর্ড গড়লেন নীরজ। ৮৯.৩০ মিটার থ্রো করে ভাঙলেন জাতীয় রেকর্ড। যদিও দ্বিতীয় থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। ফিনল্যান্ডের অলিভার হেল্যান্ডার প্রথম হয়েছে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ৮৯.৯৩ মিটার থ্রোয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স তৃতীয় হয়েছেন ৮৬.৬০ মিটার ছুঁড়ে।
নীরজের প্রথম থ্রো ৮৬.৯২ মিটার দূরত্ব অতিক্রম করে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম থ্রো বাতিল হয়। তার পর ৮৫.৮৫ মিটার থ্রোয়ের জন্য দ্বিতীয় হয়ে রুপো জেতেন নীরজ। তবে এই পারফরম্যান্স আগামী মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে বুস্টার হিসাবে কাজ করবে নীরজের জন্য। তিনি এবার ৯০ মিটার থ্রোয়ের জন্য নিজেকে তৈরি করছেন। সেটা করতে পারলে একপ্রকার বিশ্বরেকর্ড করবেন।
আরও পড়ুন মাঠে বল গড়ানোর আগেই ক্লাব ছাড়লেন কোচ! অভিষেকের ডায়মন্ডে বেনজির বিতর্ক
মঙ্গলবার নীরজের ৮৯.৩০ মিটার জ্যাভলিন থ্রো এবছর বিশ্বে পঞ্চম সেরা।
প্রসঙ্গত, ২৪ বছরের নীরজ টোকিও অলিম্পিকের পর প্রথম কোনও আন্তর্জাতিক মিটে নামলেন নীরজ। নভেম্বর মাস থেকে তিনি ট্রেনিং শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের চুলা ভিস্তা ট্রেনিং সেন্টারে গিয়ে তিনি প্রশিক্ষণ নেন। ১৪ কেজি ওজন কমিয়ে ফের ট্র্যাকে নামেন নীরজ। আর নেমেই জাতীয় রেকর্ড ভাঙলেন সোনার ছেলে।