আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দলের তরুণদের কাছে দুরন্ত একটা মঞ্চ হতে চলেছে। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ঋষভ পন্থের কাছেও সুবর্ণ সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার। এমনটাই মনে করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বিশ্বকাপের পর ফের টিম ইন্ডিয়া নামছে মাঠে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত এই সিরিজে তিনটি টি-২০, তিনটি ওয়ান-ডে ও দু'টি টেস্ট খেলবে। শনিবার অর্থাৎ আজ সিরিজের প্রথম টি-২০ ম্য়াচ।
আরও পড়ুন: গেইল-বধ মাত্র তিন ছক্কাতেই! রোহিতের সামনে সিংহাসনে বসার হাতছানি
কোহলি প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে বলেছেন, "এমএস ধোনির অভিজ্ঞতা সবসময় গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কিন্তু এই সিরিজে দলের তরুণ ক্রিকেটারদের সামনে দুরন্ত সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার। বিশেষত আমি ঋষভ পন্থের কথা বলব। ও প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। ও এই পর্যায় নিজের যোগ্য়তা প্রমাণ করেছে। আমরা জানি ওর কী ক্ষমতা রয়েছে। আমরা চাই ও দেশের হয়ে ধারাবাহিক ভাব ভাল পারফর্ম করুক। ধোনির অনুপস্থিতিতে ওর সামনেই সেই সুযোগ রয়েছে।"
কোহলি জানিয়েছেন যে, বিশ্বকাপ ভুলে নতুন করে শুরু করতে চায় ভারত। ক্য়াপ্টেন বলছেন, "বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার পর কয়েক'টা দিন খুব কঠিন ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড খারাপ লাগা কাজ করত। কিন্তু আসতে আসতে রোজকার জীবনে অভ্য়স্ত হওয়ার পর বিষয়টা ঠিক হয়েছে। আমরা প্রত্য়েকেই পেশাদার। আমাদের প্রতিবার এভাবেই এগিয়ে যেতে হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে খেলার জন্য় আমরা মুখিয়ে আছি। আবার মাঠে নামছি। দল হিসেবে সেরাটাই দিতে চাই।"