গোটা দেশ যখন বলছে ভারতের ব্য়াডমিন্টন ভবিষ্য়ত অত্য়ন্ত উজ্জবল, তখনই ঠিক উল্টো সুরে কথা বলছেন দেশের স্টার কোচ পুলেল্লা গোপীচাঁদ। পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্ত, সাই প্রনীতের মতো তারকাদের ভিড়েও ভারতের ব্য়াডমিন্টনের আগামিদিন নিয়ে চিন্তিত সিন্ধুদের কোচ। কী নিয়ে ভাবছেন গোপীচাঁদ? তিনি জানাচ্ছেন যে, এদেশে কোচেদের পরিকাঠামো গড়ে ওঠেনি এখনও।
-->
দেশের প্রথম ব্য়াডমিন্টন বিশ্ব চ্য়াম্পিয়ন হয়ে ইতিহাস লিখেছেন সিন্ধু। গোপীচাঁদের অলিম্পিক রুপো জয়ী শিষ্য়াই ফের একবার চমকে দিয়েছেন। এক সাংবাদিক বৈঠকে গোপীচাঁদ বলছেন, "আমরা কোচেদের জন্য় সেভাবে ইনভেস্ট করিনি। দেখতে গেলে একটা বিরাট শূন্য়স্থান তৈরি হয়েছে কোচ তৈরি করার ক্ষেত্রে। তাদের গুণগত মান ও ট্রেনিং প্রোগ্রামটা একটা ইকোসিস্টেমে বাঁধা। আমাদের সেই ফাঁক ভরাটের জন্য় কঠোর পরিশ্রম করতে হবে।"
আরও পড়ুন: সুকান্ত কদমের টুইটের পরেই মোদীর শুভেচ্ছা প্য়ারা ব্য়াডমিন্টন পদক জয়ীদের
-->
দেশের দ্রোণাচার্য জানিয়েছেন যে, দক্ষিণ কোরিয়ার কিম জি-হিউনের মতো বিদেশি কোচ ভারতে রয়েছে। কিন্তু প্রয়োজন আরও কোচের। তাঁর মতে লিন ড্য়ানের মতো আন্তর্জাতিক খেলোয়াড়ের বিরুদ্ধে নামার আগে কোচেদেরকে স্ট্র্য়াটেজি তৈরি করতে হবে। তাঁর সংযোজন, "এই প্রজন্মের অবসরের পরেই আসল মানুষগুলো আসবে। তারা যদি কোচিংয়ে ফেরে তাহেল কাঙ্খিত নম্বর পাব। বিদেশি কোচেদের সমর্থন লাগবেই। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। কিন্তু পরিকাঠামো এগিয়ে যায়নি। এটাই সবচেয়ে বড় সমস্য়া। সেটার সমাধানই করতে হবে। এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। একটা উত্তর খুঁজে বার করতে হবে।"