Advertisment

Babar Azam-Liton Das: লিটনকে মাঠেই উস্কানি বাবরের, এরপরেই পাক তারকাকে উচিত শিক্ষা বাংলাদেশির, দেখুন ভিডিও

Bangladesh tour to Pakistan: লিটনকে উস্কানি দেওয়ার ফল যে এত ভয়াবহ হবে, ভাবতেই পারা যায়নি। ব্যাট হাতে এরপরেই টাইগার কিপার কী করলেন দেখে নিন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
Babar Azam Liton Das sledging

Babar Azam Liton Das sledging: বাবর স্লেজিং করলেন লিটনকে (টুইটার)

Pakistan vs Bangladesh 1st Test: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান এবং বাংলাদেশ। গত ২১ অগাস্ট থেকেই রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে প্ৰথম টেস্ট। দ্বিতীয় টেস্টও হবে রাওয়ালপিন্ডিতে।

Advertisment

তৃতীয় দিনের শেষ ম্যাচ অনেকটাই ব্যালান্স রয়েছে। প্ৰথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৩৮ রানে ডিক্লেয়ার করে দিয়েছিল প্রথম ইনিংস। পাটা ব্যাটিং পিচে মহম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল জোড়া সেঞ্চুরি করে পাকিস্তানকে বড় টার্গেট অর্জনে সাহায্য করে যান। পাকিস্তানের ৪৩৮ রানের জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের শেষে স্কোরবোর্ডে তুলে ফেলেছে ৩১৬ রান, ৫ উইকেটের বিনিময়ে।

ক্রিজে অপরাজিত হাফসেঞ্চুরি করে রয়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। তবে তৃতীয় দিনের সেরা মুহূর্ত হাজির হল লিটন দাস বনাম বাবর আজম দ্বৈরথে।

আরও পড়ুন: পাকিস্তানের খেলা দেখাতে চাইছে না কোনও বিদেশি টিভি! বিশাল আর্থিক ক্ষতিতে কেঁপে গেল পাক বোর্ড

বাবর স্লেজিং করার চেষ্টা করেন লিটন দাসকে। ব্যাট হাতে তাঁর মোক্ষম জবাব দেন তারকা কিপার-ব্যাটার। লিটন যখন পিন্ডির পিচে জমে গিয়েছেন, সেই সময়েই লিটনকে উস্কানিমূলক কথা বলছিলেন বাবর আজম। যাতে মনসংযোগে ব্যাঘাত হারিয়ে উইকেট হারিয়ে ফেলেন বাংলাদেশি তারকা। বাবরকে দেখা যায় লিটনের সঙ্গে কথার বিনিময় করতে।

তবে বাবরের স্লেজিং কৌশল বুমেরাং হয়ে ফিরে আসে। ব্যাট হাতেই পাক তারকাকে মুখের ওপর জবাব দেন। স্লেজিং কাণ্ডের পরের ওভারেই বল করতে এসেছিলেন নাসিম শাহ। তাঁর ওপরেই সমস্ত রাগ উগরে দেন লিটন। নাসিমের ওভারে লিটন ১৮ রান তোলেন। ক্রুদ্ধ লিটনের মেজাজি ব্যাটিংয়ের সামনে নাসিম শাহ তিনটে বাউন্ডারি সমেত একটা ছক্কা-ও হজম করেন।

আরও পড়ুন: রিজওয়ানের মুখ ফাটাতে সজোরে বল থ্রো! জয়ের মঞ্চে নাটকীয় কীর্তি সাকিবের, তুলকালাম পাক-বাংলা ম্যাচে, দেখুন ভিডিও

ঘটনা হল, ব্যাটিং পিচেও বাবরের ব্যাট কথা বলেনি। ২ বলে মাত্র ০ করে আউট হয়ে যান বাবর। অন্যদিকে লিটন তৃতীয় দিনের শেষে ৫৮ বলে ৫২ রানের ইনিংসে ক্রিজে রয়েছেন। তাঁর ব্যাটে ভর করেই বাংলাদেশ পাকিস্তানের প্ৰথম ইনিংসের রান পেরিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।

Babar Azam Bangladesh Cricket Pakistan Cricket Team Bangladesh Cricket Team Pakistan Cricket
Advertisment