Advertisment

PCB broadcasting rights: পাকিস্তানের খেলা দেখাতে চাইছে না কোনও বিদেশি টিভি! বিশাল আর্থিক ক্ষতিতে কেঁপে গেল পাক বোর্ড

PCB broadcasting rights: বাবর-রিজওয়ানদের খেলা নিয়ে কোনও আগ্রহই নেই, বড় ক্ষতিতে পড়ল পিসিবি

IE Bangla Sports Desk এবং Subhasish Hazra
New Update
India vs Pakistan t20 World Cup ticket price

India vs Pakistan t20 World Cup ticket price: চড়া দামে বিকোচ্ছে ভারত-পাক ম্যাচের টিকিট (টুইটার)

Pakistan Cricket broadcasting rights: অগাস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত হোম সিরিজের জন্য পিসিবি ক্ষতির মুখ দেখল। পাকিস্তানের ক্রিকেটের বিজ্ঞাপনী দুনিয়ায় মোটেও আকর্ষণ নেই। তাই নির্ধারিত মূল্যের অর্ধেক দামে হোম সিরিজের সম্প্রচার বিক্রি করে দিতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisment

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল এই সময়সীমার মধ্যে সমস্ত পাকিস্তান ম্যাচের জন্য সম্প্রচার স্বত্ত্ব থাকবে ৩.২ বিলিয়ন পাকিস্তানি মুদ্রা। তবে ১.৪৮ বিলিয়ন পিকেআর ক্ষতিতে বাবরদের খেলার সম্প্রচার শেষমেশ বিক্রি হল ১.৭২ বিলিয়ন পিকেআর-এ।

তবে এই ক্ষতির কথা সরাসরি স্বীকার করেনি পাক বোর্ড। বরং পিসিবির তরফে বলা হয়েছে, গত সিজনের তুলনায় দ্বিগুণ অর্থে বিক্রি হয়েছে সম্প্রচার স্বত্ত্ব। প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, পিসিবির তরফে টাওয়ার স্পোর্টস এবং এআরআই-কে সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করা হয়েছে। এবং পাক বোর্ডের দাবি দ্বিগুন অর্থে বিক্রি হয়েছে এই স্বত্ত্ব। জানানো হয়েছে স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়া মেনে একাধিক আগ্রহী সংস্থার মধ্যে বাছা হয়েছে উপযুক্ত সংস্থাকে।

আরও পড়ুন: লিটনকে মাঠেই উস্কানি বাবরের, এরপরেই পাক তারকাকে উচিত শিক্ষা বাংলাদেশির, দেখুন ভিডিও

১১ টেস্ট, ২৬ ওয়ানডে এবং ২৪ টি আন্তর্জাতিক টি২০ ম্যাচের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। তবে কোনও বিদেশি টেলিভিশন সংস্থা এই টেন্ডারে আগ্রহ দেখায়নি। এতেই স্পষ্ট, পাক বোর্ড ব্রডকাস্টিং রাইটস বিক্রি করতে যথেষ্ট সমস্যার মুখে পড়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান টেলিভিশন ১.৬ বিলিয়ন পিকেআর দর হেঁকেছিল। তবে এরপরে আর দাম বাড়াতে উৎসাহ দেখায়নি তারা। শেষমেশ সম্প্রচার স্বত্ত্ব বিক্রি হয় ১.৭২ বিলিয়ন পিকেআর-এ।

আরও পড়ুন: ১৫ টাকার টিকিটেও স্টেডিয়াম ফাঁকা, পাকিস্তান-বাংলাদেশ টেস্টে দর্শক টানতে ফ্রি টিকিটের ঘোষণা

সম্প্রচার স্বত্ত্ব পাওয়া পিটিভি আবার ব্রডকাস্টিং রাইটস পেয়েছিল কনসর্টিয়াম থেকে ৫০০ মিলিয়নে সাব-লাইসেন্সিং চুক্তি হস্তগত করে। অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে আসছে ভারতে। তবে ইংল্যান্ডে সম্ভবত এই সিরিজ দেখা যাবে না। কারণ কোনও ব্রিটিশ প্রচারমাধ্যম এই সিরিজ দেখতে উৎসাহী নয়। পিসিবির তরফে আর্জি জানানো হয়েছে স্কাই স্পোর্টস-কে। তাঁরাও এই সিরিজ সম্প্রচার করতে উৎসাহী নয়। পিসিবি যদিও এখনও আশাবাদী নির্দিষ্ট সময়ের আগেই বিদেশি ব্রডকাস্টার পাওয়া যাবে ইউকেতে।

cricket Cricket News pakistan Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment