Pakistan vs Bangladesh 2nd Test, Mehidy Hasan Miraz: পাকিস্তানকে ঐতিহাসিকভাবে মাটিতে নামিয়ে এনেছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ বাঘের গর্জন ছেড়েছে রাওয়ালপিন্ডির মাটিতে। প্ৰথম বার পাকিস্তানকে টেস্টে হারানো, এমনকি সিরিজ জয়- সবই দেখে ফেলল টাইগারদের পাক সফর। আর ব্যাটে-বলে বাংলাদেশ নতুন অলরাউন্ডারের সন্ধানও পেয়ে গিয়েছে।
এমনিতে নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ওপেনার সাদমান ইসলাম, লিটন দাস, এমনকি বর্ষীয়ান মুশফিকুর রহমান ঐতিহাসিক সিরিজ জয়ে অবদান রেখেছেন। তবে নতুন তারকা হিসাবে উদয় ঘটেছে মেহেদি হাসান মিরাজের। সাকিব আল হাসান কেরিয়ারের শেষপ্রান্তে। তবে দ্রুত গতিতে তাঁর বিকল্প নেই গিয়েছে টাইগার বাহিনী। টি২০ বিশ্বকাপে জায়গা হয়নি। তবে টেস্টে ফুল ফুটিয়ে গেলেন মেহেদি হাসান মিরাজ।
গোটা টুর্নামেন্টে তাঁর নামের পাশে ১০ উইকেট। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যখন ২৬/৬ হয়ে গিয়েছিল, সেই সময় লিটন দাসের সঙ্গে দেড়শো প্লাস পার্টনারশিপ গড়ে দলকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন। নিজে দুর্ধর্ষ ৭৮ রান করেছেন দ্বিতীয় টেস্টের প্ৰথম ইনিংসে। তাই এবারের মেহেদি হাসান ছাড়া কাউকেই সিরিজ সেরা বাছার অবকাশ ছিল না।
আরও পড়ুন: শার্দূলকে সাহায্য করতে সরাসরি অস্বীকার ধোনির, CSK ক্যাপ্টেনের গোপন কীর্তির পর্দাফাঁস এবার হরভজনের
সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে মেহেদি সাফল্যের কীর্তি ভাগ করে নিয়েছেন দেশের প্রতিবাদী ছাত্র সমাজের সঙ্গে। বলেছেন, "টিম ম্যানেজমেন্টের সমস্ত কৃতিত্ব প্রাপ্য। দলের সকলেই কঠোর পরিশ্রম করেছে। দলের সকলে আমার সাফল্যে খুশি। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তের জন্য দারুণ লাগছে। এই মুহূর্ত কখনই ভুলতে পারব না।"
"বিদেশ সফর এই প্ৰথমবার কোনও সিরিজ সেরার পুরস্কার পেলাম। ৮ নম্বরে ব্যাট করা বেশ কঠিন। আমি চেষ্টা করেছি সতীর্থ ব্যাটারদের সঙ্গে স্ট্রাইক রোটেট করে খেলার। লিটন এবং মুশির সঙ্গে যেমনটা করেছি।"
"ওঁদের সঙ্গে ব্যাটিং করা রীতিমত উপভোগ করেছি। সকলেই জানেন, এই পিচে বোলিং করা কতটা মুশকিল। এই পিচেই পাঁচ উইকেট নিয়েছি। এটা আমার কাছে বড়সড় মুহূর্ত। ইনশাআল্লাহ, পরে আগামীতে আরও ভাল করতে চাই। বিশ্বকাপে খেলতে পারিনি। আপাতত এখন বাড়ি যাব।"
"সকলেই জানেন, সাম্প্রতিককালে আমাদের দেশ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাঁরা শহিদ হয়েছে, তাঁদের এই জয় উৎসর্গ করছি। একজন রিক্সাচালক ছিলেন যিনি আন্দোলনের সময় আহত হন। পরে মারা যান। ওঁদের এই সিরিজ সেরার পুরস্কার দিতে চাই।"