PAK vs BAN, Liton Das: পাকিস্তান বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন বাংলাদেশ তারকা উইকেটকিপার ব্যাটার লিটন দাস। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার রাওয়ালপিন্ডিতে রবিবার তাঁর সেরা টেস্ট ইনিংসগুলোর মধ্যে একটি খেললেন। তিনি যখন ক্রিজে নামেন, বাংলাদেশ সেই সময় ১২ ওভার ৬ উইকেটে ২৬। এই পরিস্থিতি থেকে সেঞ্চুরি করেন লিটন। ৬৫তম ওভারে আবরার আহমেদের বলে বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার। সেঞ্চুরি করার জন্য লিটন নিয়েছেন ১৭১ বল।
সবমিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে বেশি টেস্ট শতরান করা বাংলাদেশি হিসাবে নিজের নাম খোদাই করে নিলেন তিনি। বাঙালি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিপক্ষে সবথেকে বেশিবার টেস্ট শতরান ছিল একমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভের সঙ্গেই লিটনের নামের পাশে পাকিস্তানের বিপক্ষে লেখা হল জোড়া শতরান। পাকিস্তানের মাটিতে প্ৰথম বাঙালি হিসাবে টেস্ট শতরানের নজির গড়েছিলেন মুশফিকুর রহিম। এক টেস্টের আগের সেই কীর্তি ছুঁলেন এবার লিটন।
হাসান মাহমুদের সঙ্গে ব্যাট করতে গিয়ে সেঞ্চুরি তুলে নেন লিটন। মেহেদি হাসান মিরাজের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ খেলেন তিনি। বাংলাদেশ এই ম্যাচে ৬ উইকেটে ২৬ রান করেছিল। যা টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। মেহেদি হাসান মিরাজ ও লিটন মিলে প্রায় ৪০ ওভার ব্যাট করে ১৬৫ রান তোলেন। যা বাংলাদেশকে গভীর সমস্যা থেকে উদ্ধার করে যায়।
এটি ছিল টেস্ট ফরম্যাটে লিটনের ৪র্থ সেঞ্চুরি। পাকিস্তানের মাটিতে তাঁর প্রথম। আর, এই সেঞ্চুরি এমন একটা সময়ে এল, যখন টিমের তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এর আগে সকালের সেশনে পাকিস্তানের পেসার খুররম শাহজাদকে কোনও রকমে সামলে দেওয়ার পর মেহেদির সঙ্গে ইনিংসের হাল ধরে রাখেন লিটন। খুররমকে সামলানোর পর, এই জুটি ধৈর্য ধরে রান সংগ্রহ করতে থাকে। দুর্দান্ত ব্যাটিং ট্র্যাকের মত দেখতে রাওয়ালপিন্ডির পিচে পাকিস্তানের বোলাররা তাদের এই জুটিকে কিছুতেই ভাঙতে পারেননি। লিটন এবং মেহেদি দু'জনেই বাউন্ডারি মেরেছেন প্রয়োজনমত।
এই পরিস্থিতিতে একটি বল সরাসরি পেসারের হাতে চলে যায়। তখনই শাহজাদের বলে আউট হন মেহেদি। ৭৮ রানে মেহেদি আউট হওয়ার পর লিটন বাংলাদেশের ইনিংসের একটা প্রান্ত ধরে রাখেন। আর, ধৈর্য ধরে দলের রানের ঘাটতি কমিয়ে আনেন। বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদও সাধ্যমত চেষ্টা করেছেন। তিনি প্রায় ৩০টি বল খেলেছেন। যার ফলে, লিটনের শতরান পেতে সুবিধা হয়েছে।
আরও পড়ুন- গলা ধরে বসে পড়লেন মাঠেই, বিষাক্ত বাউন্সারে কুপোকাত পাকিস্তানের আজম খান, দেখুন ভিডিও
শেষ পর্যন্ত, লিটন ১৮৬ বলে ১১৩ রান করেন। আর ৬৮.৩ ওভারে বাংলাদেশকে ভদ্রস্থ ৮ উইকেটে ২২৭ রানে পৌঁছে দেন। এর ফলে, পাকিস্তানের লিড ৫০ রানের নিচে নেমে আসে। ১২ ওভারে ২৬ বলে ৬ উইকেট নেওয়ার পরও বাংলাদেশ ইনিংসে ২২৭ রান তোলায় যথারীতি ব্যাকফুটে পাকিস্তান।
Read the full article in HINDI