Azam Khan in CPL: শুক্রবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার সময় পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার আজম খান বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়লেন। তাঁর ঘাড়ে চোট লেগেছে। অ্যান্টিগুয়া এবং বারবুডা ফ্যালকন্সের বিরুদ্ধে ম্যাচে আজম খান একটি বিষাক্ত বাউন্সারের মুখোমুখি হন। যার জেরে তাঁকে ওই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করে সাত বলে মাত্র পাঁচ রান করেন আজম খান।
শামার স্প্রিংগারের বলে বাউন্ডারি মেরেছিলেন আজম খান। তার পরের বলটাই বাউন্সার দেন স্প্রিংগার। আজম শর্ট বলটা লেগ সাইডের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেও পারেননি। বল তাঁর ঘাড়ে গিয়ে লাগে। যার ফলে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতেও তাঁর বিপদ কাটেনি। বলটা উইকেটের দিকে যখন যাচ্ছিল, আজম তখন ব্যাট দিয়ে ঠেলে বলটাকে দূরে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু, বল আর ব্যাট উলটে একইসঙ্গে স্ট্যাম্পে আঘাত করে। যার ফলে এই উইকেটরক্ষক-ব্যাটার আউট হয়ে যান।
সেই সময় আজম খানকে দেখা যায় হেলমেট খুলে ফেলতে। নিজের ঘাড়ে গ্লাভস পরা হাত দিতে। মাটিতে উবু হয়ে বসে থাকতে। মাটিতে লুটিয়ে পড়া আজমের সাহায্যে তাঁর দলের খেলোয়াড়দের পাশাপাশি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও এগিয়ে আসেন। ফিজিওকেও ঘটনাস্থলে ছুটে আসতে দেখা গিয়েছে। আজম আউট হয়ে যাওয়ায় ১৬৯ রান তাড়া করতে গিয়ে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের রান দাঁড়ায় ৭৭/৪। তবে, এই ধাক্কা সামলে রোমারিও শেফার্ড এবং ডোয়াইন প্রিটোরিয়াসের গুরুত্বপূর্ণ অবদানের কারণে ওয়ারিয়র্স শেষ বলে জয় নিশ্চিত করতে সক্ষম হয়।
আরও পড়ুন- কিংবদন্তির অবসরের ঘোষণা নাইট রাইডার্সের জার্সিতে! টি২০ লিগ শুরু হওয়ার আগেই তুলকালাম আপডেট
এই ম্যাচে আজম আউট হয়ে যাওয়ায় তাঁর ফিটনেস এবং ফর্ম তাঁর দলের উদ্বেগ বাড়িয়েছে। আজম খান আন্তর্জাতিক ম্যাচেও তেমন একটা ভালো কিছু করতে পারেননি। আইসিসি টি২০ বিশ্বকাপে তিনি পাকিস্তান দলে ছিলেন। কিন্তু, তেমন দাগ কাটতে পারেননি।