Advertisment

Mohammad Rizwan throws bat at Babar Azam: নিশ্চিত ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত, মাঠের বাইরেই বাবরকে ব্যাট ছুঁড়লেন রিজওয়ান, দেখুন বড় ভিডিও

Mohammad Rizwan Babar azam video: পাকিস্তান একসময় ১৬/৩ হয়ে গিয়ে বিপদে পড়ে গিয়েছিল। সেখান থেকে সৌদ শাকিল পাক দলকে উদ্ধার করেন প্রথমে সায়ুম আয়ুব। পরে রিজওয়ানের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammad Rizwan tosses bat at Babar Azam

Mohammad Rizwan-Babar Azam: বাবর-রিজওয়ানের দুজনের বন্ধুত্ব প্রকট এই ভিডিওয় (টুইটার)

Pakistan vs Bangladesh 1st Test, Mohammad Rizwan, Babar Azam: রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বনাম বাংলাদেশের প্ৰথম টেস্ট জমে ক্ষীর। দুই দলই রীতিমত ভালো মত জায়গায় রয়েছে। পাকিস্তানের ৪৩৮ রানের জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের শেষে স্কোরবোর্ডে তুলে ফেলেছে ৩১৬/৫। এখনও ১৩২ রানে পিছিয়ে বাংলাদেশ। তবে ক্রিজে জমিয়ে ব্যাট করছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। দুজনেই হাফসেঞ্চুরি করে ফেলেছেন।

Advertisment

দুরন্ত কিছু মুহূর্তের জন্ম দিয়েছে চলতি টেস্ট। একদিকে লিটনের সঙ্গে মুশফিকুরের পার্টনারশিপ যেমন নজর কাড়ছে তেমন মহম্মদ রিজওয়ান-সৌদ শাকিলের ২৪০ রানের পার্টনারশিপও দেখেছে পিন্ডি স্টেডিয়াম।

আরও পড়ুন: পাকিস্তানের খেলা দেখাতে চাইছে না কোনও বিদেশি টিভি! বিশাল আর্থিক ক্ষতিতে কেঁপে গেল পাক বোর্ড

দ্বিতীয় দিন পাকিস্তান যখন ৪৩৮/৬-এ ইনিংস ডিক্লেয়ার করে, সেই সময়েই দেখা গেল অন্য দৃশ্য। যা বাবর আজম এবং রিজওয়ানের বন্ধুত্বের পরিচয় দিয়ে গেল। পাক ক্যাপ্টেন শান মাসুদ যখন দলের ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করলেন, সেই সময়েই ১৭১ রানে ব্যাট করছিলেন মহম্মদ রিজওয়ান। তিনি যে ছন্দে ব্যাট করছিলেন পাটা ব্যাটিং পিচে, তাতে দ্বিশতরান ছিল সময়ের অপেক্ষা। তবে সতীর্থের ডাবল সেঞ্চুরির জন্য অপেক্ষা করেননি মাসুদ। সরাসরি প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন তিনি।

রিজওয়ান-আফ্রিদি যখন সাজঘরে ফিরছেন মাঠ থেকে সেই সময় গোটা পাক দল দুজনকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছিল। আর মাঠ ছাড়ার ঠিক আগেই রিজওয়ানকে দেখা যায় ব্যাট ছুড়ে দিতে। বাবর আজম ছুড়ে দেওয়া সেই ব্যাট পাকড়াও করেন। দুজনে তারপর নির্ভেজাল হাসি ঠাট্টায় মেতে ওঠেন। দুজনের বন্ধুত্ব যে কতটা গাঢ়, এই ঘটনাতেই প্রমাণিত হয়।

তবে রিজওয়ান যখন দ্বিশতরান থেকে মাত্র ২৯ রান দূরে, হাতে পুরো তিন দিন বাকি, সেই সময় এই কিছুটা সময় কেন অপেক্ষা করলেন না পাক ক্যাপ্টেন মাসুদ, তা নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছে।

Babar Azam Bangladesh Cricket Pakistan Cricket Team Bangladesh Cricket Team Pakistan Cricket
Advertisment