Advertisment

Babar Azam: জিম্বাবোয়ে যাব... বাংলাদেশের বিপক্ষে বারবার হোঁচট বাবরের! ফের জিম্বাবর ধ্বনিতে রক্তাক্ত পাক তারকা

Pakistan vs Bangladesh: কোনওভাবেই বাবরের ব্যাট চলছে না পাকিস্তান বনাম বাংলাদেশ সিরিজে। প্রথম টেস্টের পর আবার দ্বিতীয় টেস্টেও ব্যর্থ তিনি। আবার ট্রোলিংয়ের শিকার হলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Babar Azam, Pakistan, বাবর আজম, পাকিস্তান,

Babar Azam-Pakistan: বাবর আজম বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই। (ছবি- ফাইল)

Babar Azam in Pakistan vs Bangladesh 2nd test: বাংলাদেশের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পর ফের ব্যাপকভাবে ট্রোলিংয়ের শিকার হলেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। তাঁকে ট্রোল করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন,'মুঝে জিম্বাবুয়ে জানা হ্যায়...।' বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ফের ব্যর্থতার প্রমাণ রেখেছেন বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে সিরিজে এটি বাবর আজমের টানা চতুর্থ ব্যর্থতা। বাবর, পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচে শেষ অর্ধশতক হাঁকিয়েছিলেন প্রায় ৬০০ দিন আগে।

Advertisment

বাংলাদেশের বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১ রানে আউট হওয়ার কারণে এটা স্পষ্ট হয়ে যায় যে, বাবর আজমের দুর্দশা অব্যাহত। টেস্ট সিরিজে এটা ছিল তাঁর টানা চতুর্থ ব্যর্থতা। তিনি প্রথম টেস্টে ০ এবং ২২ রান করেন এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩১ রানে আউট হন। বাবর আজম পাকিস্তানের হয়ে বহুবার ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। বাংলাদেশ সিরিজে ব্যর্থতা তাঁর কেরিয়ারকে হুমকির মুখে ফেলেছে। কারণ পিসিবিকে চাপ দেওয়া হচ্ছে এই ব্যাটারকে বাদ দেওয়ার জন্য। এদিকে, দ্বিতীয় টেস্টে সাধারণ আউট হওয়ার পর বাবর এক্স-এ নির্মমভাবে ট্রোলড হয়েছিলেন। ভক্তরা বাবরের অবস্থার জন্য হাস্যকর মিম প্রচার করেছেন।

এই পরিস্থিতিতে ব্যাপক সমালোচনার মধ্যেও বাবর আজম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের থেকে সমর্থন পেয়েছেন। কার্তিক বলেছেন যে বাবর আজমের গুণমান নিয়ে কোনও সন্দেহ নেই। কার্তিক একইসঙ্গে বলেছেন যে বাবরকে অধিনায়ক হিসেবে বরং চাপের মধ্যে দেখায়। তাই বাবরকে অধিনায়ক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। এটা অবশ্যই উল্লেখ্য যে বাবর টেস্ট অধিনায়ক নন। তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের একদিনের দল এবং টি২০ দলের অধিনায়ক। ওয়ানডে বিশ্বকাপের পর বাবর তাঁর পদ থেকে সরে দাঁড়ান। কিন্তু, টি২০ বিশ্বকাপের আগে তাঁকে ফের অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব দেওয়ার জন্য পিসিবি ডেকেছিল।

আরও পড়ুন- ১৮ দিন পরেই শুরু ভারত-বাংলাদেশ সিরিজ! ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার টিম ইন্ডিয়া

বাবর আজমের সম্পর্কে কার্তিক বলেছেন, 'একজন খেলোয়াড় হিসেবে বাবর আজমের মান নিয়ে কারও কোনও সন্দেহ থাকা উচিত নয়। তাঁর ব্যাটিং সম্ভাবনা অসামান্য। তবে আমি মনে করি যে একজন অধিনায়ক হিসেবে ও অনেক চাপের মধ্যে আছে। তাই ওঁকে ফের অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।'

Pakistan Cricket Team Babar Azam Indian Cricket Team Cricket News
Advertisment